Farakka Police: চুপিচুপি রাতেই কাজ হাপিস করার পরিকল্পনা করেছিল রকি, তার আগেই ধরা পড়ল পুলিশের হাতে
Farakka Police: জানা গিয়েছে, গতকাল রাত্রি ন'টা নাগাদ শিবনগর এলাকায় একটি মোটরসাইকেল করে একটি আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ পাচার করার উদ্দেশ্য নিয়ে আসছিল রকি শেখ। তবে সেই খবর আগে থেকেই ছিল ফরাক্কা থানার পুলিশের কাছে।
ফরাক্কা: পাচারের ধান্দা নিয়েছিল পাচারকারীরা। সঙ্গে ছিল একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। যার জেরে গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মুর্শিদাবাদ ফরাক্কার শিবনগর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে গিয়েছে, ধৃতের নাম রকি শেখ (২২)। তাঁর বাড়ি ফরাক্কা নয়নসুখ পঞ্চায়েতের দুর্গাপুরের।
জানা গিয়েছে, গতকাল রাত্রি ন’টা নাগাদ শিবনগর এলাকায় একটি মোটরসাইকেল করে একটি আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ পাচার করার উদ্দেশ্য নিয়ে আসছিল রকি শেখ। তবে সেই খবর আগে থেকেই ছিল ফরাক্কা থানার পুলিশের কাছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। তাঁর কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করে। তারপর মোটরসাইকেল সহ তাঁকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ।
ধৃত রকি সেখকে শনিবার দুপুরে ফরাক্কা থানা জঙ্গিপুর আদালতে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেঅস্ত্র ও কার্তুজ পাচার করার জন্য নিয়ে আসছিল। পুরো বিষয় তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতারির ঘটনায় কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে।