Youth Murder: বন্ধুকে ‘খুনের’ পর অভিযুক্ত বললেন, ‘এটা জাস্ট অ্যাক্সিডেন্ট’

Crime News: জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিনগরের এক যুবক কেরলের এর্নাকুলামে কাজ করতেন। ওই একই জায়গায় কাজ করতেন শিলিগুড়ির এক যুবকও। অভিযোগ, মঙ্গলবার দুই বন্ধু একসঙ্গে নেশা করছিলেন। এরপরই কোনও একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে বচসা বাধে।

Youth Murder: বন্ধুকে 'খুনের' পর অভিযুক্ত বললেন, 'এটা জাস্ট অ্যাক্সিডেন্ট'
ডানদিকে অভিযুক্ত যুবক, বাঁদিকে যিনি খুন হয়েছেন বলে অভিযোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 8:05 AM

রানিনগর: প্রায়শই ভিন রাজ্যে গিয়ে বাংলার অনেক পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসে। এবার খুনের অভিযোগ উঠল। কেরলে কাজে গিয়ে প্রাণ হারালেন বাংলার এক যুবক। জানা গিয়েছে, নেশা করে দুই বন্ধুর মধ্যে বচসা হয়েছিল। তার জেরেই এক বন্ধু অপর বন্ধুকে খুন করে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিনগরের এক যুবক কেরলের এর্নাকুলামে কাজ করতেন। ওই একই জায়গায় কাজ করতেন শিলিগুড়ির এক যুবকও। অভিযোগ, মঙ্গলবার দুই বন্ধু একসঙ্গে নেশা করছিলেন। এরপরই কোনও একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে বচসা বাধে। এরপর নেশাগ্রস্ত অবস্থায় শিলিগুড়ির বাসিন্দা খুন করেন রানিনগরের যুবককে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বচসার জেরেই খুন করা হয়েছে। গোটা ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এ দিকে, অভিযুক্ত যুবক বলেন, “আমরা খাওয়া দাওয়া করছিলাম। ও মদ্যপ অবস্থায় আমার উপর চড়াও হয়। আমার গলা টিপে ধরে। আমি নিজেকে বাঁচাতে ওকে সরাতে যাই। তখনই এই ঘটনা ঘটে। এটা একটা দুর্ঘটনা। ইচ্ছা করে কিছুই করিনি। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট।”