Kartik Maharaj: বিতর্কে নাম জড়ানো কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা! সর্বক্ষণ থাকবে ৪ নিরাপত্তা কর্মী

Murshidabad: লোকসভা ভোটের প্রচার পর্বে তৃণমূলের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল কার্তিক মহারাজের নাম। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই ঘটনার পর এবার লোকসভা ভোট মিটতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ।

Kartik Maharaj: বিতর্কে নাম জড়ানো কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা! সর্বক্ষণ থাকবে ৪ নিরাপত্তা কর্মী
কার্তিক মহারাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 6:22 PM

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের মাঝেই আচমকা চর্চায় উঠে এসেছিল মুর্শিদাবাদের কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দের নাম। এবার সেই কার্তিক মহারাজের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হল। এবার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান। লোকসভা ভোটের প্রচার পর্বে তৃণমূলের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল কার্তিক মহারাজের নাম। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই ঘটনার পর এবার লোকসভা ভোট মিটতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ।

উল্লেখ্য, ভোটের প্রচার পর্বে কার্তিক মহারাজের নাম করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন মমতা। এক সভা থেকে তৃণমূল নেত্রী কার্তিক মহারাজের নাম করে আক্রমণ শানিয়েছিলেন, “আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন।” যদিও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতি নিজের অগাধ শ্রদ্ধার কথাও জানিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘সব সাধু তো সমান হয় না।’

সেই ঘটনার পর বিতর্কের জল গড়িয়েছে অনেক। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের তীব্র বিরোধিতা করে মুখ খুলেছিলেন কার্তিক মহারাজও। তাঁর বক্তব্য ছিল, “আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি।” যখন এই বিতর্ক তৈরি হয়েছিল তখন কার্তিক মহারাজ তাঁর বেলডাঙার আশ্রমের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর এবার শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পেলেন তিনি।