Murshidabad: ‘অনেক কাউন্সিলর এক সময় দুবেলা খেতে পেত না, এখন দু-তিন তলা বাড়ি’, বিস্ফোরক জাকির
Murshidabad: শনিবার রঘুনাথগঞ্জ নিজস্ব কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জাকির। সেখানেই এ বিস্ফোরক অভিযোগ করেন। শুধু বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন এমনটা নয়। রাজনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
জঙ্গিপুর: কয়লা-বালি পাচার থেকে নিয়োগ-রেশন দুর্নীতি, বিগত কয়েক বছরে বারবার চোরা-কারবারের অভিযোগ উঠেছে শাসকদলের সব হেভিওয়েট নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। জেলেও বন্দি রয়েছেন অনেকে। এরইমধ্যে এবার দলেরই কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, “অনেক কাউন্সিলর আছে যাঁরা দু’তলা, তিন তলা বাড়ি করেছে। অথচ তাদের বাড়িতে একসময় খাওয়া জুটত না। তার মানে তাঁরা দু-নম্বরি করেছে। আমি তাঁদের বিরুদ্ধে কমপ্লেন করব। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” তাঁর এ মন্তব্য নিয়ে জেলা তো বটেই রাজ্য-রাজনীতির আঙিনায় শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক।
প্রসঙ্গত, শনিবার রঘুনাথগঞ্জ নিজস্ব কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জাকির। সেখানেই এ বিস্ফোরক অভিযোগ করেন। শুধু বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন এমনটা নয়। রাজনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেন, “আমি না থাকলে অনেক মেম্বার হেরে যেত। তাদের পাঁচশো, এক হাজার ভোট পাওয়ার ক্ষমতা ছিল না। কারণ তাঁরা মানুষকে শোষণ করে।” তবে এই সুযোগে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
জেলা বিজেপির সহ-সভাপতি জয়দেব দাস বলছেন, “জঙ্গিপুরের বিধায়ক তো নেতা-কর্মীদের উপস্থিতে এ কথা বলেছেন। পৌরসভা থেকে পঞ্চায়েত, সর্বত্র তৃণমূলের দুর্নীতিবাদ নেতারা টিকিট পায়, এরাই শোষণ করে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা তো বরাবরই এই অভিযোগ করেছি। দিনে দিনে এক শ্রেণির কাউন্সিলর ফুঁলেফেঁপে উঠেছে। আজকে জাকির সাহেব সে কথা বলছেন। জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলছেন। তিনিও জানেন দুর্নীতিবাজদের হাতে রয়েছে জঙ্গিপুর পৌরসভা। কারণ, কিছুদিন আগেই তিনি ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিলেন পৌরপিতার বিরুদ্ধে। আজকে তিনি তাঁর সঙ্গে একইসঙ্গে কর্মসূচি নিচ্ছেন। একদিনে তিনি সমালোচনা করছেন, অন্যদিকে দুর্নীতিবাজদের সঙ্গে ঘুরছেন। উনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও তলে তলে তো সব সেটিং হয়ে যাবে।”