Mid Day Meal: মিড ডে মিলে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা বরাদ্দ রাজ্যের, মুর্শিদাবাদে কেন ৩০ টাকা, উঠছে প্রশ্ন

Mid Day Meal news: রাজ্যের তরফে প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ২০ টাকা। কিন্তু মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় দেখা গেল অন্য চিত্র। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তরফে পড়ুয়াপিছু প্রতি সপ্তাহে ৩০ টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে।

Mid Day Meal: মিড ডে মিলে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা বরাদ্দ রাজ্যের, মুর্শিদাবাদে কেন ৩০ টাকা, উঠছে প্রশ্ন
মিড ডে মিল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 2:58 PM

মুর্শিদাবাদ: স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে (Mid Day Meal) চিকেন, মরশুমি ফলের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রাজ্যের তরফে প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ২০ টাকা। কিন্তু মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় দেখা গেল অন্য চিত্র। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তরফে পড়ুয়াপিছু প্রতি সপ্তাহে ৩০ টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, দেখা যাচ্ছে অতিরিক্ত বরাদ্দের ক্ষেত্রে মুর্শিদাবাদে মিড ডে মিলের জন্য আরও ১০ টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে। কেন এই বাড়তি টাকা? খোঁজখবর নিতে টিভি নাইন বাংলার প্রতিনিধি ঘুরে বেরিয়েছে জেলার একাধিক স্কুলে।

মুর্শিদাবাদের বাসুদেবখালি গণপতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মিড ডে মিলের নতুন যে অর্ডার এসেছে, তাতে বলা হয়েছে তিনদিন করে ডিম খাওয়াতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত একটি অর্ডার যুক্ত হয়েছে। সেখানে বলা হয়েছে মাংস, ফল বা পনীরের মতো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তিন দিন ডিম এবং অন্যদিনগুলিতে এগুলি খাওয়াতে হবে।” নতুন এই অতিরিক্ত নির্দেশের জন্য প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু ৩০ টাকা করে পাঠানো হবে বলেও জানান তিনি। যদিও সেই টাকা এখনও ঢোকেনি। ৯ তারিখের পর সেই টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই প্রধান শিক্ষক। ব্লক প্রশাসনের মিড ডে মিল সেকশন থেকে তাঁদের এমন জানানো হয়েছে বলেই দাবি করেন জয়ন্তবাবু।

তবে কীভাবে এই বাড়তি টাকা, সেই বিষয়ে ওই শিক্ষক কিছু বলতে পারেননি। তাঁর বক্তব্য, এই বিষয়ে প্রশাসনের মিড ডে মিল সেকশনের লোকেরাই বলতে পারবেন। স্কুলকে যেমন টাকা পাঠানো হয়, সেই মতো খরচ করা হয়। ৩০ টাকা করে সপ্তাহে মাথাপিছু বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাসুদেবখালি জুনিয়র হাইস্কুল ফর গার্লসের ডরোথি দত্ত নামে এক শিক্ষিকাও। কেন এই বাড়তি বরাদ্দ, সেই নিয়ে উত্তর নেই তাঁর কাছেও। তিনি বলছেন, ব্লক প্রশাসনের তরফেই তাঁদের বরাদ্দ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের এক কর্তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, মিড ডে মিলের ফান্ডের ইন্টারেস্টের টাকা থেকেই এই অতিরিক্ত বরাদ্দ। প্রসঙ্গত এই অতিরিক্ত বরাদ্দের আগে প্রাথমিকের জন্য পড়ুয়াপিছু দিনে ৫.৪৫ টাকা দেওয়া হত এবং উচ্চ প্রাথমিকের জন্য পড়ুয়াপিছু দিনে ৮.১৭ টাকা দেওয়া হত।