Murshidabad: বাইকে যাওয়ার সময় তৃণমূল কর্মীকে গুলি করে ‘খুন’

Murshidabad: জানা গিয়েছে, সনাতন মণ্ডল পেশায় দুধ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,সনাতন মণ্ডল সহ আরও দুই যুবক একটি বাইকে করে গজনিপুর থেকে শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় মাঠের মধ্য থেকে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি ছোড়ে।

Murshidabad: বাইকে যাওয়ার সময় তৃণমূল কর্মীকে গুলি করে 'খুন'
তৃণমূল কর্মীকে গুলি করে 'খুন'Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2024 | 12:44 PM

মুর্শিদাবাদ: বাইকে বন্ধুদের সঙ্গে যাওয়ার পথে খুন তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সনাতন মণ্ডল। তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া এলাকায়।

জানা গিয়েছে, সনাতন মণ্ডল পেশায় দুধ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,সনাতন মণ্ডল সহ আরও দুই যুবক একটি বাইকে করে গজনিপুর থেকে শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় মাঠের মধ্য থেকে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি ছোড়ে। ঘটনায় আহত হয় ওই যুবক। আহতকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকার তৃণমূল নেতৃত্ব বলেন, “সনাতন তৃণমূল কর্মী। গাড়ি করে এসে গুলি করেছে। আমাদের মনে হচ্ছে বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি যখন শুনি ওকে গুলি করা হয়েছে সঙ্গে সঙ্গে এসে হাসপাতালে নিয়ে যাই তখনই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।” মৃতের মা বলেন, “তিন বছর আগে উৎপলদের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমরা গৃহহীন ছিলাম। এরপর যখন ফিরে আসি আমার ছেলেকে ওরা গুলি করল।” তবে এই ঘটনায় বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।