বড় দুর্ঘটনার মুখোমুখি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস
Murshidabad: শুক্রবার রাত ৯টা নাগাদ আহিরন হল্ট থেকে সুজনিপাড়া স্টেশনের মাঝে আচমকাই রেললাইনের নীচের মাটি সরে যায়।
মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস। হাওড়া-মালদা ডিভিশনের মুর্শিদাবাদ আহিরন হল্ট থেকে সুজনিপাড়া স্টেশন মধ্যে প্রায় ৫০ মিটার রেল লাইনে ধস নামে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ আহিরন হল্ট থেকে সুজনিপাড়া স্টেশনের মাঝে আচমকাই রেললাইনের নীচের মাটি সরে যায়। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘুরপথে ট্রেন চালানো হচ্ছে।
এর আগে ৩০ জুলাই, এই এলাকায় রেললাইনে ধস নামে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটানা ভারী বৃষ্টির জন্যই ধস নেমেছে। তত্পরতার সঙ্গে ধস মেরামতি করা হচ্ছে। ৩০ জুলাই ওই এলাকায় ধস নেমেছিল। তখনও রেললাইনের ক্ষয়ক্ষতি হয়। বারবার এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আরও পড়ুন: ‘নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে কাজল অনুগামীরা, আর তাতেই খুন’, খড়দহ শুটআউটে নয়া তত্ত্ব অর্জুনের