‘নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে কাজল অনুগামীরা, আর তাতেই খুন’, খড়দহ শুটআউটে নয়া তত্ত্ব অর্জুনের

TMC Murder: তৃণমূল নেতৃত্বের বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে বাগদিপাড়া এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণজয়।

'নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে কাজল অনুগামীরা, আর তাতেই খুন', খড়দহ শুটআউটে নয়া তত্ত্ব অর্জুনের
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 12:10 PM

উত্তর ২৪ পরগনা: দলীয় গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হতে হয়েছে খড়দহের তৃণমূল (TMC) নেতাকে। নতুন তত্ত্ব খাঁড়া করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

শুক্রবার মধ্যরাতে খুন হন খড়দহের তৃণমূল নেতা রণজয় শ্রীবাস্তব। তাঁকে বোমা মেরে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এই খুনে খড়দহের প্রভাবশালী নেতা প্রশান্ত চৌধুরী বলেন, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দিকে আঙুল তোলেন। তাঁর অভিযোগ, অর্জুনের মদতেই বিজেপি কর্মী সমর্থকরাই রণজয় শ্রীবাস্তবকে খুন করেছেন।

তারই পাল্টা অর্জুন সিং বলেন, “প্রশান্ত চৌধুরীর বয়স হয়ে গিয়েছে। এর জন্য কেসটা ঘোরানোর চেষ্টা করছে। পশ্চিমবাংলায় ১৮২ জনের ওপর বিজেপি কর্মী খুন হয়েছে। কালকেই সোদপুরে জয় সাহাকে গুলি করে খুনের চেষ্টা হয়েছে। কাজল সিনহার অনুগামীরা গোষ্ঠী কোন্দলে জড়িয়ে। বিজেপি খুনের রাজনীতি করেনি। এটা পুরোপুরি ওদের গোষ্ঠীকোন্দলের লড়াই।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে নীল রঙের একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন নিহত তৃণমূল নেতা রণজয় শ্রীবাস্তব। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খড়দহের বাগদিপাড়া এলাকায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। মোট চার রাউন্ড গুলি চলে।

শ্রীবাস্তবের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা জানিয়ে দেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর।

তৃণমূলের তরফে ঘটনার বিবরণ

তৃণমূল নেতৃত্বের বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে বাগদিপাড়া এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণজয়। সেখানে কয়েকজন যুবক রাস্তার ধারে বসে ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। রণজয়কে গালিগালাজ করায় তিনি পাল্টাখ প্রতিবাদ করেন। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই পকেট থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ওই যুবকরা। মোট চার রাউন্ড গুলি চলে। খুব কাছ থেকে গুলি করা রণজয়কে। বুকে গভীর ক্ষত তৈরি হয়।

রণজয় এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর পরিচিতিও অনেক বেশি। তিনি বারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। যুবদের মধ্যে তাঁর প্রভাবও ছিল বেশি। তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার প্রেক্ষিতে শনিবার সকাল থেকেই থমথমে এলাকা। রাস্তাঘাট শুনশান। এলাকার দোকানপাট বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন: গুলিতে ফুঁড়ে যায় বুক, বোমায় ক্ষত গলা! মধ্যরাতে খড়দহে খুন তৃণমূল নেতা