Love Affairs: প্রেম করে বিয়ে মানেনি পরিবার, আবার বিয়ে দিল ছেলের, তারপর…

Love Affairs: রবিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার কলিকাহারা এলাকায়। জানা গিয়েছে, বছর চব্বিশের বাবু শেখের সঙ্গে কুড়ি বছরের নাফিজা খাতুনের বিয়ে হয়। তবে তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। এরপর দু'বছর আগে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেন।

Love Affairs: প্রেম করে বিয়ে মানেনি পরিবার, আবার বিয়ে দিল ছেলের, তারপর...
মুর্শিদাবাদে উত্তেজনা Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 4:31 PM

মুর্শিদাবাদ: দু’জনের গাঢ় প্রেম। তবে দুই বাড়ির কেউই মেনে নেয়নি এই সম্পর্ক। পরবর্তীতে দু’জনই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর মেয়ের বাড়ি মেনে নিলেও বেঁকে বসে ছেলের পরিবার। জোর করে তাঁকে আরও একটি বিয়েও দেন তাঁরা। আর তারপর ভয়ঙ্কর ঘটনা। দু’জনই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন।

রবিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার কলিকাহারা এলাকায়। জানা গিয়েছে, বছর চব্বিশের বাবু শেখের সঙ্গে কুড়ি বছরের নাফিজা খাতুনের বিয়ে হয়। তবে তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। এরপর দু’বছর আগে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেন। তারপরে বাড়িতে জানাজানি হলেও বিয়ের সম্পর্ক মেনে নেয়নি বাবু শেখের মা-বাবা। অভিযোগ, গত রবিবার বাবুকে জোর করে বিয়ে দেয় তাঁর পরিবারের লোকজন। তবে নাফিজাকে বাদ দিয়ে এই বিয়ে করতে চায়নি তিনি।

এরপরে রবিবার সন্ধ্যা নাগাদ তাঁর প্রথম স্ত্রী নাজিফা খাতুনের বাড়ি কলিকাহারায়ে পৌঁছে যায় বাবু শেখ। সেখানেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী স্ত্রী দুজনেই। বাড়ির লোকজন জানাজানি হতেই তড়িঘড়ি তাদের নিয়ে যায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।