Police Beaten: সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাড়ি লক্ষ্য করে তুমুল বোমাবাজি রেজিনগরে
রেজিনগরের নাজিরপুর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রবিবার গভীর রাতে। সেই খবর পেয়েই ওই গ্রামে গিয়েছিল পুলিশ। পুলিশ আসার খবর পেয়েই পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীদের একাংশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।
রেজিনগর: গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষের খবর পেয়ে তা থামাতে এসেছিল পুলিশ। কিন্তু পুলিশ এসে সংঘর্ষ থামানো তো দূরের কথা গ্রামেই ঢুকতে পারল না। উল্টে পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোমাবাজি করার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কোনওমতে প্রাণ বাঁচিয়েছেন পুলিশকর্মীরা। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানা গিয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের নাজিরপুর গ্রামে।
রেজিনগরের নাজিরপুর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রবিবার গভীর রাতে। সেই খবর পেয়েই ওই গ্রামে গিয়েছিল পুলিশ। পুলিশ আসার খবর পেয়েই পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীদের একাংশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে গিয়েছে। পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ওই গ্রামে এখন কোনও পুলিশ মোতায়েন নেই বলে জানা গিয়েছে।
রেজিনগরের এই গ্রামে অতীতেও উঠে এসেছে খবরে। প্রায়শই এই গ্রাম থেকে উদ্ধার হয় বোমা। পঞ্চায়েত ভোটের সময় বজায় ছিল সেই ধারা। প্রচুর বোমা উদ্ধার হয়েছিল এই গ্রাম থেকে। ভোটের সময় বোমাবাজির ঘটনাও ঘটেছিল রেজিনগরের এই গ্রামে।