Murshidabad: সবজি বিক্রি করতে যাওয়ার পথে চলল গুলি, কাকভোরে তুমুল উত্তেজনা মুর্শিদাবাদের নওদায়

Murshidabad: কখন তিনি ঘুম থেকে ওঠেন, কোথায় যান, কতক্ষণ বাড়ির বাইরে থাকেন, সবটা রেইকি করেছে দুষ্কৃতী। তারপরেই এদিন ভোরে তাঁকে টার্গেট করা হয়। এমনটাই মত আহত ব্যক্তির। প্রতিদিন ভোরে বেলডাঙায় সবজি বিক্রি করতে যান। ধরেন একই পথ।

Murshidabad: সবজি বিক্রি করতে যাওয়ার পথে চলল গুলি, কাকভোরে তুমুল উত্তেজনা মুর্শিদাবাদের নওদায়
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 10:06 AM

নওদা: রবিবার সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। চলল গুলি। সূত্রের খবর, এদিন সবজি বিক্রি করতে যাওয়ার সময় এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে এক দুষ্কৃতী। জমি নিয়ে বিবাদের জেরে এই গুলি চালানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিন ভোরবেলা সবজি ব্যক্তি করতে যাচ্ছিলেন জেলার রহমান নামে ওই ব্যক্তি। তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হলে একটি গুলি লাগে তাঁর শরীরে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

সূত্রের খবর, এক প্রতিবেশীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল জেলারের। জোর করে তাঁর জমি দখলের চেষ্টা হচ্ছিল বলেও অভিযোগ। সেই ঝামেলার কারণেই এদিন এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে মনে করছেন জেলার। এমনকী এই ঘটনার আগে তাঁর সম্পর্কে ভাল করে জেনেও নেওয়া হয়েছে বলে তাঁর মত।

কখন তিনি ঘুম থেকে ওঠেন, কোথায় যান, কতক্ষণ বাড়ির বাইরে থাকেন, সবটা রেইকি করেছে দুষ্কৃতী। তারপরেই এদিন ভোরে তাঁকে টার্গেট করা হয়। এমনটাই মত আহত ব্যক্তির। প্রতিদিন ভোরে বেলডাঙায় সবজি বিক্রি করতে যান। ধরেন একই পথ। এদিন সেই পথেই তাঁর উপর হামলা হয়েছে। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।