Bank Worker drawn: পুণ্যস্নানে গঙ্গায় নামতেই বিপত্তি, স্রোতে টেনে নিয়ে গেল ব্যাঙ্ক কর্মীকে
Bank Worker drawn: রবিবার সকালে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যান্যদের মতো মহেশপুরের বাসিন্দা আনন্দ কুমার নেমেছিলেন রঘুনাথপুর বটতলা এলাকার গঙ্গা স্নানে। আর তখনই আচমকা তলিয়ে যান তিনি।কিছুক্ষণ কেটে যাওয়ার পর আনন্দবাবুকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
রঘুনাথগঞ্জ: মহালয়া হয়ে গিয়েছে। শুরু হয়েছে মাতৃ আরাধানা। গঙ্গায় পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন অনেকে। সেখানে বীরভূমের আগত পুণ্যার্থী যেমন রয়েছেন, আছেন মুর্শিদাবাদের মানুষও। রবিবার সেই পুণ্য স্নান করতে গিয়ে ভাগীরথিতে তলিয়ে গেলেন ব্যাঙ্ক কর্মী।
রবিবার সকালে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যান্যদের মতো মহেশপুরের বাসিন্দা আনন্দ কুমার নেমেছিলেন রঘুনাথপুর বটতলা এলাকার গঙ্গা স্নানে। আর তখনই আচমকা তলিয়ে যান তিনি।কিছুক্ষণ কেটে যাওয়ার পর আনন্দবাবুকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান।
স্নান করতে আসা আর এক ব্যাঙ্ক কর্মী বিপ্লব বলেন, “আমরা স্নান করছিলাম। হঠাৎ শুনি আমাদের এক কর্মী তলিয়ে গিয়েছে। ওনাকে বারণ করেছিলাম। দূরে যেতে। বলল কিছু হবে না। বলে স্নান করতে করতে একটু দূরে চলে গিয়েছিল। তখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না।”