Migrant Worker Death: রুজির টানে গিয়েছিলেন বাইরে, জলজ্যান্ত ছেলেটার নিথর দেহ ফিরল বাড়িতে
Migrant Worker Death: জানা গিয়েছে, এমামের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুরে। মাস খানেক আগে তিনি সেখান থেকে মহারাষ্ট্রের মুম্বাই এর আনধেরী এলাকায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন। ওই গ্রামের আরও পাঁচ যুবক ছিল তাঁদের সঙ্গে।
মুর্শিদাবাদ: পুজোর মুখেও মৃত্যুর খবর। কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা। পেটের টানে ভিনরাজ্যে গিয়ে মৃত্যু ওই যুবকের। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়। মৃতের নাম এমাম শেখ (১৮)।
জানা গিয়েছে, এমামের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুরে। মাস খানেক আগে তিনি সেখান থেকে মহারাষ্ট্রের মুম্বাই এর আনধেরি এলাকায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন। ওই গ্রামের আরও পাঁচ যুবক ছিল তাঁদের সঙ্গে। মৃতের পরিবারের দাবি, আনধেরিতে দু’সপ্তাহ কাজ করলেও তারপর আর কাজ পাচ্ছিলেন তাঁরা। সেই কারণে খাদ্য সঙ্কটে পড়ে যান তাঁরা। কী করবেন বুঝে উঠতে না পেরে শেষে ১৩ তারিখ গীতাঞ্জলি এক্সপ্রেস ধরেন বাড়ি ফিরে আসার জন্য।
এমামের সঙ্গে থাকা বাকি সঙ্গীদের দাবি, ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছতেই হঠাৎ পড়ে যান এমাম। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাত চেন টেনে ট্রেন থামানো হয়। এরপর ওই যুবককে উদ্ধার প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।
পরিবারের তরফে জানা গিয়েছে, হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এমামের সঙ্গে যাওয়া এক সঙ্গী বলেন, “আমরা সকলে গিয়েছিলাম মুম্বইয়ে। বাড়ি ফেরার সময় ট্রেন থেকে পড়ে যায়। ভিড়ের চাপে সিট না থাকায় গেটের কাছেই বসেছিল। হঠাৎই পড়ে যায় সে। পরে সকলে মিলে উদ্ধার করি তাঁকে।”