Coal Smuggling: গোপন সূত্রেই বাজিমাত, সপ্তমীর দুপুরে পাচারের আগেই কয়লা সমেত ৭টি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ

Coal Smuggling: ঝাড়খণ্ড বাংলা সীমান্তের কাছে রয়েছে এই গ্রাম। দীর্ঘদিন থেকেই এই জায়াগা দিয়ে বেআইনিভাবে কয়লা পাচার চলে বলে অভিযোগ। শনিবার দুপুরে ফের খবর আসতেই হানা দেয় পুলিশ। যদিও ট্রাক্টর বাজেয়াপ্ত করা গেলেও কাউকে ধরতে পারেনি পুলিশ।

Coal Smuggling: গোপন সূত্রেই বাজিমাত, সপ্তমীর দুপুরে পাচারের আগেই কয়লা সমেত ৭টি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ
ঘটনায় শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 5:24 PM

সামশেরগঞ্জ: কয়লা পাচার মামলা নিয়ে এখনও জোর শোরগোল গোটা বাংলায়। আদালত থেকে প্রায়শই আসছে নিত্যনতুন রায়। জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এরইমধ্যে পুজোর আবহে বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগ মুর্শিদাবাদে। একটা, দুটি নয়, সাতসকালে সাতটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনা মুর্শিদাবাদেক সামশেরগঞ্জের। ঘটনায় জোর শোরগোল পড়ে গিয়েছে এলাতায়। 

সূত্রের খবর, পুলিশের চোখে ধূলো দিয়ে অবৈধভাবে ট্রাক্টরে মজুত করা হচ্ছিল কয়লা। গোপন সূত্রে সেই খবর যায় সামশেরগঞ্জ থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল হানা দেয় সামশেরগঞ্জের অন্তরদীপা গ্রামে। অভিযানে মেলে সাফল্য। উদ্ধার করা হয় প্রচুর বেআইনিভাবে মজুত কয়লা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় সাতটি ট্রাক্টর। 

ঝাড়খণ্ড বাংলা সীমান্তের কাছে রয়েছে এই গ্রাম। দীর্ঘদিন থেকেই এই জায়াগা দিয়ে বেআইনিভাবে কয়লা পাচার চলে বলে অভিযোগ। শনিবার দুপুরে ফের খবর আসতেই হানা দেয় পুলিশ। যদিও ট্রাক্টর বাজেয়াপ্ত করা গেলেও কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ আসার খবর আসতেই গা ঢাকা দেয় পাচারকারীরা। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় অন্য কোথাও আরও কয়লা মজুত করে রাখা হয়েছে কিনা সে বিষয়েও খোঁজ নিয়ে দেখছে পুলিশ।