Murshidabad: ফের বোমা মিলল মুর্শিদাবাদ থেকে

Murshidabad:বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে নতুন কিছু নয়। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডোমকল রানিনগরে বোমা উদ্ধার হয়। এরপর মঙ্গলবার রেজিনগরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা। গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়।

Murshidabad: ফের বোমা মিলল মুর্শিদাবাদ থেকে
ফের উদ্ধার বোমাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 12:50 PM

মুর্শিদাবাদ: ফের বোমা উদ্ধার। মুর্শিদাবাদ থেকে আবারও উদ্ধার হল বোমা। প্রায় ৬টি লাইট বোমা উদ্ধার করল বড়ঞা থানার পুলিশ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।

রবিবার সকাল ১০টা নাগাদ বিষয়টি জানাজানি হয়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা কয়থা কোটাল পুকুরের পাড়ে একটি সন্দেহজনক বালতি দেখতে পান। এরপর বড়ঞা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করার পাশাপাশি তা নিষ্ক্রিয় করতে জেলা বম্ব স্কোয়্যাডকে খবর দেওয়া হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুদ করেছিল তা তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে নতুন কিছু নয়। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডোমকল রানিনগরে বোমা উদ্ধার হয়। এরপর মঙ্গলবার রেজিনগরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা। গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিও নিষ্কৃয় করে বম্ব স্কোয়াড। তার আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন ৭ জন। পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত ৪ জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর হাইস্কুল পাড়ার একটি বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে। ফলত, লোকসভা ভোট যত এগিয়ে বোমা উদ্ধারের ঘটনা তত বাড়তে থাকায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।