Murshidabad: পাশের বাড়ি গিয়ে মহিলাকে খুন, অভিযুক্ত শিক্ষক পলাতক

Murshidabad: স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম। অভিযোগ, তিনি প্রতিবেশী আর এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাঁসুয়া নিয়ে হঠাৎই এলোপাথাড়ি আক্রমণ করেন। ওই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা।

Murshidabad: পাশের বাড়ি গিয়ে মহিলাকে খুন, অভিযুক্ত শিক্ষক পলাতক
মুর্শিদাবাদে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 7:10 AM

রানিনগর: ভরদুপুরে খুন হলেন মহিলা। অভিযোগ উঠেছে, এলাকার শিক্ষকের আক্রমণে খুন হয়েছেন তিনি। ঘটনায় জখম আরও তিনজন। মুর্শিদাবাদের রানিনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম। অভিযোগ, তিনি প্রতিবেশী আর এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাঁসুয়া নিয়ে হঠাৎই এলোপাথাড়ি আক্রমণ করেন। ওই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা। কেন হঠাৎ এভাবে আক্রমণ করতে গেলেন তা যদিও জানা যায়নি। পাশাপাশি এই ঘটনায় ওই একই বাড়ির মহিলা সহ আরও দু’জন গুরুতরভাবে জখম হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাঁসুয়া নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেশীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম রিজিয়া বিবি (৩৪)। অপরদিকে,আহত তিনজন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে রানিনগর থানার পুলিশ প্রশাসন। ঠিক কী কারণে এই হামলা তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম। ভরদুপুরে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিজে একজন স্কুল শিক্ষক হয়ে কীভাবে অন্যের বাড়িতে ঢুকে দিনদুপুরে হামলা চালাল তা বুঝতে পারছে না পাড়া প্রতিবেশীরা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।