TMC MLA: পঞ্চায়েত ভোটে নিজের এলাকার ভরাডুবির জন্য দলেরই কর্মীদের দায়ী করলেন বিধায়ক

Murshidabad: মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিমুদ্দিন খানের অর্থ তহবিল থেকে একটি রাস্তা নব নির্মিত হবে বলে জানা গিয়েছিল রবিবার বিকেলে। সেই কর্মসূচিতে চমক হিসেবে উপস্থিত ছিলেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, তজিমুদ্দিন খান,অঞ্চল সভাপতি সফিকুল মোল্লা সহ আরও অনেকে।

TMC MLA: পঞ্চায়েত ভোটে নিজের এলাকার ভরাডুবির জন্য দলেরই কর্মীদের দায়ী করলেন বিধায়ক
সৌমিক হোসেন, বিধায়কImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 5:03 PM

মুর্শিদাবাদ: বিস্ফোরক তৃণমূল বিধায়ক। পঞ্চায়েতের পরাজয়ে স্থানীয় নেতৃত্বের একাংশকে দায়ী করলেন সৌমিক হোসেন। রাস্তা উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। মুর্শিবাদের ধুলাউড়িতে গ্রাম পঞ্চায়েতের ভরাডুবির জন্য সেই এলাকার নেতাদের দায়ী করলেন বিধায়ক।

মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিমুদ্দিন খানের অর্থ তহবিল থেকে একটি রাস্তা নব নির্মিত হবে বলে জানা গিয়েছিল রবিবার বিকেলে। সেই কর্মসূচিতে চমক হিসেবে উপস্থিত ছিলেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, তজিমুদ্দিন খান,অঞ্চল সভাপতি সফিকুল মোল্লা সহ আরও অনেকে। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও গ্রাম পঞ্চায়েতে ভরা ডুবি হয়েছে এই ধুলাউড়ি অঞ্চলে।

সেই প্রসঙ্গে বিধায়ক বলেন, “লোকাল তৃণমূল নেতাদের জন্যই গ্রাম পঞ্চায়েত হেরেছে তৃণমূল। তাঁদের লোভের জন্যই এমন ভরাডুবি তৃণমূলের, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বন্ধ থাকবে না।”