Murshidabad: ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ, সিএমওএইচের পর এবার জুনিয়ার ডাক্তার

Murshidabad News: পেটে যন্ত্রণা নিয়ে এক রোগী মেডিসিন বিভাগে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁর হঠাৎ পেটের যন্ত্রণা বাড়ে। সেই সময় ওই জুনিয়র ডাক্তারকে তিনি চিকিৎসার জন্য বলেন বলে জানা গিয়েছে।

Murshidabad: ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ, সিএমওএইচের পর এবার জুনিয়ার ডাক্তার
ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 10:37 PM

মুর্শিদাবাদ: ফের চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল মুর্শিদাবাদে (Murshidabad)। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের ঘটনার সপ্তাহ কাটতে না কাটতেই হামলার অভিযোগ তুললেন এক জুনিয়র চিকিৎসক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় এক ইন্টার্ন ডাক্তারের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে আটকও করেছে বহরমপুর থানার পুলিশ। জখম চিকিৎসকের আঙুল ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। মুখেও আঘাত লেগেছে তাঁর। আহত চিকিৎসক মেডিক্যাল কলেজে হাসপাতালেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, পেটে যন্ত্রণা নিয়ে এক রোগী মেডিসিন বিভাগে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁর হঠাৎ পেটের যন্ত্রণা বাড়ে। সেই সময় ওই জুনিয়র ডাক্তারকে তিনি চিকিৎসার জন্য বলেন বলে জানা গিয়েছে। এদিকে ওই ডাক্তার বলেন, ওই বিভাগের চিকিৎসক দেখবেন তাঁতে।

অভিযোগ, এই কথা কানে যেতেই রোগীর এক আত্মীয় ওই চিকিৎসকের উপর চড়াও হন। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা অভিযুক্তকে আটকে খবর দেন বহরমপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। হাসপাতালের এমএসভিপি অমিয় কুমার বেরা বলেন, “চিকিৎসক নিগ্রহের ঘটনায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। পুলিশকে অভিযোগ জানাচ্ছি।”

এ বিষয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার সম্পাদক তথা মেডিক্যাল কলেজের চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য বলেন, “গত তিন মাসে পাঁচবার চিকিৎসক আক্রান্ত হলেন। এই ধরনের ঘটনা কিছুতেই কাম্য নয়। বারবার বৈঠক করেও চিকিৎসক নিরাপত্তার ব্যবস্থায় যে গাফিলতি আছে তা মেটানো যাচ্ছে না। এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে বেশ ক্ষোভ আছে। তাঁরা কর্মবিরতিতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু তাঁদের অনুরোধ করে সেটা আটকানো হয়েছে। বারবার এই ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।”

গত ১৩ অক্টোবর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি করে পরিবার। সেই সময় সিএমওএইচ সন্দীপ সান্যালকে নিগ্রহের অভিযোগ ওঠে এক রোগী পরিবারের বিরুদ্ধে।