Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election Result 2023: হিংসা কবলিত ডোমকলের দখল নিল বাম-কংগ্রেস, হাতে হাত মিলিয়ে উড়ল লাল নিশান

CPIM-Congress: এদিন পঞ্চায়েতের দখল নেওয়ার পর বাম কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। লাল ঝান্ডা আর লাল আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতলেন সিপিএম কর্মীরা। সঙ্গে থাকলেন কংগ্রেসের কর্মী সমর্থকরাও।

Panchayat Election Result 2023: হিংসা কবলিত ডোমকলের দখল নিল বাম-কংগ্রেস, হাতে হাত মিলিয়ে উড়ল লাল নিশান
ডোমকলে উড়ল বাম-কংগ্রেসের পতাকাImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 8:00 PM

ডোমকল: পঞ্চায়েতের ময়দানে মুর্শিদাবাদের ডোমকলের দখল নিল বামেরা। ডোমকলের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫টির দখল পেল বাম-কংগ্রেস জোট। তিনটি পঞ্চায়েত নিজেদের হাতে রাখতে পারছে তৃণমূল। অপর একটি পঞ্চায়েতের ফল অমীমাংসিত রয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বার বার অশান্তি ও গোলমালের অভিযোগ উঠেছিল ডোমকল, রানিনগরের বেশ কিছু এলাকায়। ভোটের দিন রাতেও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ডোমকলে। মুহুর্মুহূ বোমাবাজি, গুলি চালানোর খবর উঠে এসেছিল। এই অশান্তি ও আতঙ্কের বাতাবরণ অবশ্য ভোটের আগে থেকেই ছিল। সেই সবের মধ্যে শনিবার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন ডোমকলের বাসিন্দারা। ব্যালটে গ্রামবাসীদের রায়ে এবার মুখে চওড়া হাসি ফুটল বাম-কংগ্রেসের।

এদিন পঞ্চায়েতের দখল নেওয়ার পর বাম কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। লাল ঝান্ডা আর লাল আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতলেন সিপিএম কর্মীরা। সঙ্গে থাকলেন কংগ্রেসের কর্মী সমর্থকরাও। অশান্তি কবলিত রানিনগর-১ ও রানিনগর-২ ব্লকে আগেই বাম – কংগ্রেস ‘জোটের’ পতাকা উড়িয়েছে। এবার ডোমকলেও বাম-কংগ্রেসের জয়জয়াকার। এলাকার ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটির দখল নিজেদের হাতে নিল বামেরা।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আবহে বার বার অশান্তির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে। সেই অশান্তির আবহের মধ্যেই সব বাধা-বিঘ্নকে অতিক্রম করে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ ভোটাররা। আজকের এই জয়, সেই ভোটারদের ভয়-ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক অধিকারের জয় হিসেবেই দেখছেন এলাকার বাম-কংগ্রেস নেতৃত্ব।

২০১৮ সালের গত পঞ্চায়েত নির্বাচনে ডোমকল এলাকায় প্রায় সবক’টি পঞ্চায়েতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। আর এবার সেই ডোমকল শাসকের হাত থেকে ছিনিয়ে নিল বাম-কংগ্রেস।