Panchayat Election Result 2023: একচ্ছত্র জয়ের রেকর্ড ভঙ্গ, তৃণমূলের হাত থেকে রানিনগর ছিনিয়ে নিল বাম-কংগ্রেস

Panchayat Election Result 2023: জানা যাচ্ছে, রানিনগর ছয়টি পঞ্চায়েতের মধ্যে তিনটি দখল করল বাম-কংগ্রেস জোট। গতবার তৃণমূল একচ্ছত্রভাবে জেতে এই সকল এলাকায়। ৬-০ আসনে জয়ী হয় তারা।

Panchayat Election Result 2023: একচ্ছত্র জয়ের রেকর্ড ভঙ্গ, তৃণমূলের হাত থেকে রানিনগর ছিনিয়ে নিল বাম-কংগ্রেস
পঞ্চায়েত ভোটে উড়ল আবিরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 6:42 PM

মুর্শিদাবাদ: যেখানে জেলাগুলির বহু জায়গায় শাসকদলের জয়-জয়াকার হচ্ছে। সেখানে কিন্তু মুর্শিদাবাদে অন্য ছবি। জেলার রানিনগর ১ ও রানিনগর ২ এ জয় হল জোটের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জয়ের উচ্ছ্বাস। লাল আবির উড়ছে আকাশে।

জানা যাচ্ছে, রানিনগর ছয়টি পঞ্চায়েতের মধ্যে তিনটি দখল করল বাম-কংগ্রেস জোট। গতবার তৃণমূল একচ্ছত্রভাবে জেতে এই সকল এলাকায়। ৬-০ আসনে জয়ী হয় তারা। এবার সেখান থেকে তিনটি পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বাম-কংগ্রেস জোট।

অপরদিকে, রানিনগর ২ ব্লকের অন্তর্গত অধিকাংশ পঞ্চায়েত দখল কংগ্রেস-সিপিএম-এর। মোট ৯টি পঞ্চায়েতের মধ্যে ৭টি আসন পেল জোট। এ দিকে, জয়ের খবর প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা বাম কর্মীরা। বাম-কংগ্রেসের পতাকা যেমন উড়েছে সঙ্গে উড়েছে লাল আবির।