Nadia: ফুচকা খেতেই চরম বিপত্তি, নদিয়ায় হাসপাতালে ৪০, গুরুতর ১০
Nadia: শনিবার সকাল থেকেই চিকিৎসার জন্য ভিড় বেড়েছে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের অনুমান খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে।
নদিয়া: সন্ধ্যায় ফুচকা খেতেই রাত থেকে বমি, সঙ্গে কাঁপুনি। একজন বা দু’জন নয়, পাশাপাশি দুই গ্রামের অগুনতি মানুষের একই সমস্যা। সূত্রের খবর, ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ৪০ জন। যাঁদের মধ্য়ে গুরুতর অবস্থা ১০ জনের। হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। অনেকের চিকিৎসা চলছে বাড়িতেই। ঘটনার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি ফুচকা বিক্রেতার। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি মড়কখোলা ও মাঠপড়া এলাকায়।
শুক্রবার সন্ধ্যায় মড়কখোলা ও মাঠপড়া এলাকায় এক ফুচকা বিক্রেতা ফুচকা নিয়ে এসেছিলেন। তাঁর কাছেই ফুচকা খান অনেকে। শুরুতে কোনও সমস্যা না হলেও রাত বাড়তেই ঘনায় বিপদ। রাত বাড়তেই কারও পেটে যন্ত্রণা শুরু হয়, কারও বমি। ভোরের দিকে লাগাতার বমির সঙ্গে অনেকের কাঁপুনিও শুরু হয় বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই দুই গ্রামে।
শনিবার সকাল থেকেই চিকিৎসার জন্য ভিড় বেড়েছে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। ঘটনায় তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয়রা জানাচ্ছেন ঘটনার খবর চাউর হতেই আর খোঁজ পাওয়া যায়নি ওই ফুচকা বিক্রেতার।