Murder Case: মদনপুর স্টেশনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ দেহ, ব্যাপক উত্তেজনা
ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যানী জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ পড়েছিল মদনপুর থানার পাশে গাঙ্গুলিপাড়ায়। তাঁর দেহ চাকদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ওই অফিসার জানিয়েছেন, মৃত ব্যক্তি এবং আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
মদনপুর: সন্ধ্যা বেলা এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়া জেলার মদনপুরে। মদনপুর স্টেশন সংলগ্ন গাঙ্গুলিপাড়ায় ৪৫ বছরের এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে চাকদা স্টেট জেনারাল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় জানার পর চেষ্টা করছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
মদনপুর স্টেশন সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিরাট পুলিশ বাহিনী। ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যানী জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ পড়েছিল মদনপুর থানার পাশে গাঙ্গুলিপাড়ায়। তাঁর দেহ চাকদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ওই অফিসার জানিয়েছেন, মৃত ব্যক্তি এবং আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
ঘটনা নিয়ে স্থানীয় ফুচকা বিক্রেতা শ্যামল মল্লিক বলেছেন, “এখানে এসে দেখলাম। রাস্তা বন্ধ, প্রচুর পুলিশ। শুনলাম এক জনকে গুলি করে খুন করা হয়েছে। সবাই আতঙ্কে আছি।”