Bomb Recovered: চাষের জমিতে পুঁতে রাখা ওগুলো কী? কালীগঞ্জে ফের আতঙ্ক
Bomb Recovered: ওই গ্রামেই গত সোমবার পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন পাঁচ পুলিশকর্মী।
নদিয়া : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মিলল প্রচুর পরিমাণ বোমা। মাঠের মাঝে রাখা সেই সব বোমা উদ্ধার করেছে পুলিশ (Police)। দুটি ড্রামে করে মাঠের মধ্যে সেগুলি রাখা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে প্রায় ২৭ টি সকেট ও সুতলি বোমা ছিল বলে জানা গিয়েছে। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোম স্কোয়াডে প্রতিনিধিরা। বুধবার দুপুরে ওই বোমা উদ্ধার করা হয়েছে নদিয়ার কালিগঞ্জ থানার মোলান্দি গ্রামে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
ওই গ্রামেই গত সোমবার পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন পাঁচ পুলিশকর্মী। ওসি-ও আহত হয়েছিলেন। বুধবার আবারও সেই জায়গাতেই চাষের জমি থেকে উদ্ধার হল এতগুলি বোমা। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই বোমা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গম চাষের জমিতে প্লাস্টিকের ড্রামে করে বোমাগুলি মাটিতে পুঁতে রেখেছিল কেউ বা কারা। ঘটনার পর থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। তারপরও কারা এভাবে বোমা রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার রাতে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটে কালীগঞ্জে। বোমা ছোড়ার অভিযোগে এলাকার এক সিপিএম নেতাকে গ্রেফতার করতেই নাকি ওই গ্রামে গিয়েছিল পুলিশ। কিন্তু, গ্রামে পৌঁছে জানা যায়, অভিযুক্তরা পালিয়েছে। এরপরই পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই আক্রান্ত হন পুলিশকর্মীরা। কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় ও এক সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালে ভর্তি করতে হয়। বুধবার বোমা উদ্ধারের পর দুষ্কৃতীদের খুঁজতে আরও বেশি তৎপর হয়েছে পুলিশ।