Mahua Moitra: রাতেই মহুয়ার করিমপুরের বাড়িতে ঢুকল সিবিআই
Mahua Moitra: মহুয়া মৈত্র সাংসদ থাকাকালীন কাজের জন্য যে কার্যালয়টি নিয়েছিলেন এদিন প্রথমে সেখানে ঢোকে সিবিআইয়ের টিম। সেই কার্যালয়ে প্রায় দু'ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর পাশেই তাঁর নির্বাচনী কার্যালয়ে ঢোকে। এই কার্যালয়টি মূলত ভোটের সময় ভাড়া নেন মহুয়া। ভোট মিললে ছেড়ে দেন এই অফিস। সেখানে সিবিআই তল্লাশি চালায় প্রায় এক ঘণ্টা।
নদিয়া: সকাল থেকে সক্রিয় সিবিআই। কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের কার্যালয়, ঠিকানায় এদিন পর পর সিবিআই হানা। শনিবার কৃষ্ণনগরের পথে রওনা দেয় সিবিআইয়ের টিম। এদিকে তার আগে খবর আসে কলকাতায় ডিএল মৈত্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের দল। বাড়ির নিরাপত্তারক্ষী দাবি করেন, ডিএল মৈত্র মহুয়া মৈত্রের বাবা। যদিও এ ফ্ল্যাটে মহুয়া ছিলেন না। ততক্ষণে সিবিআইয়ের আরেকটি দল পৌঁছয় নদিয়ায়। সংসদ থাকাকালীন কৃষ্ণনগরে মহুয়ার যে কার্যালয় ছিল সেখানে। পরে সেখান থেকে যায় নির্বাচনী কার্যালয়ে।
মহুয়া মৈত্র সাংসদ থাকাকালীন কাজের জন্য যে কার্যালয়টি নিয়েছিলেন এদিন প্রথমে সেখানে ঢোকে সিবিআইয়ের টিম। সেই কার্যালয়ে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর পাশেই তাঁর নির্বাচনী কার্যালয়ে ঢোকে। এই কার্যালয়টি মূলত ভোটের সময় ভাড়া নেন মহুয়া। ভোট মিটলে ছেড়ে দেন এই অফিস। সেখানে সিবিআই তল্লাশি চালায় প্রায় এক ঘণ্টা।
এরপর সিবিআই আধিকারিকরা মহুয়ার করিমপুরের ঠিকানার উদ্দেশে রওনা দেয়। এদিকে সিবিআই যখন কৃষ্ণনগরে যাচ্ছে, সেই সময় পথের ধার থেকে স্লোগান ওঠে ‘জয় বাংলা’। অভিযোগ, তৃণমূল কর্মীরা এই স্লোগান দেয়। যদিও সেসব পার করে করিমপুরে মহুয়ার ঠিকানার উদ্দেশে রওনা দেন তদন্তকারীরা। রাত ৯টা নাগাদ করিমপুরের ঠিকানায় যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও কিছুক্ষণ বাদে সেখান থেকে বেরিয়ে যায় সিবিআই।