Mahua Moitra: কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ডেরায় হানা সিবিআইয়ের

Mahua Moitra: এদিন সকালে কলকাতায় ডি এল মৈত্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। নিরাপত্তীরক্ষীদের দাবি, এই ব্যবসায়ীই মহুয়া মৈত্রের বাবা। এবার একেবারে কৃষ্ণনগের হানা দিলেন সিবিআই আধিকারিকেরা।

Mahua Moitra: কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ডেরায় হানা সিবিআইয়ের
মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 4:07 PM

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বাসস্থানে হানা দিল সিবিআই। এদিন সকালে কলকাতার আলিপুরে ডি এল মৈত্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। নিরাপত্তীরক্ষীদের দাবি, এই ব্যবসায়ীই মহুয়া মৈত্রের বাবা। এবার একেবারে কৃষ্ণনগরে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে এসেছেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে ফেলেছেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলছে গোটা বাড়িতে। 

এ ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল এলাকায়। উৎসুক জনতার ভিড় বাড়ছে বাড়ির চারপাশে। তবে কাউকেই ঢুকতে দিচ্ছেন না জওয়ানেরা। সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। সিদ্ধেশ্বরী তলার পর সিবিআই করিমপুরের বাড়িতে যাবে কি না তা নিয়ে চলছে চাপানউতোর। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও সকালে জানা গিয়েছিল সেখানে যেতে পারে সিবিআই। 

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনের সময় সিদ্ধেশ্বরী তলার এই বাড়ি থেকে কাজ করেছিলেন মহুয়া। সেই বাড়িতেই হানা দিল সিবিআই। এদিন সকালে করিমপুরের বাড়িতে ছিলেন মহুয়া। যদিও বর্তমানে সেই বাড়িতে পড়েছে তলা। সূত্রের খবর, বাড়িতে নেই মহুয়া। দলীয় প্রচারে গিয়েছেন সকালেই। 

ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন, “স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য মোদী সরকার এসব করছে। ওরা এখনও কৃষ্ণনগরে প্রার্থী দিতে পারেনি। তাই এখন মহুয়া মৈত্রকে বিরক্ত করতে চাইছেন। আসলে এইভাবে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও লাভ হবে না।”