Municipal Election 2022: বাড়িতে দেখার কেউ নেই, ৬ মাসের শিশুকে কোলে নিয়েই ভোট প্রচারে বাম প্রার্থী!

Nadia Municipal Election: এবারে ওই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায়, জয়ের ধারা অব্যাহত রাখতে সেই গুরু দায়িত্ব স্ত্রীর হাতে তুলে দেন তিনি।

Municipal Election 2022: বাড়িতে দেখার কেউ নেই, ৬ মাসের শিশুকে কোলে নিয়েই ভোট প্রচারে বাম প্রার্থী!
প্রচারে বাম প্রার্থী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 6:34 PM

শান্তিপুর: রয়েছে ছয় মাসের ছোট্ট শিশু। তবুও রাজনীতির গুরু দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলেননি। তৃণমূলের সবুজ ঝড়ের মধ্যেও শান্তিপুরের একমাত্র এই ওযার্ডেই মাথা উচু করে দাঁড়িয়ে আছে ‘লাল ঝান্ডা’ আর তাই সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই ছোট্ট সন্তানকে নিয়েই লাগাতার প্রচার চালাচ্ছেন টানা তিনবারের জয়ী বামপন্থী কাউন্সিলর। এইবারের পুর ভোটে সিপিআই(এম) প্রার্থী হয়েছেন তিনি।

শান্তিপুর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মধ্যে প্রধান হল ১১ নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডে অতীতে কংগ্রেস, তার পরবর্তীতে তৃণমূল ঝড়ের মধ্যে একমাত্র বামপন্থী কাউন্সিলর হিসেবে সৌমেন মাহাতো টানা তিনবার জয়লাভ করেন। এবারে ওই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায়, জয়ের ধারা অব্যাহত রাখতে সেই গুরু দায়িত্ব স্ত্রীর হাতে তুলে দেন তিনি। তবে পাশের ১২ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন সৌমেন বাবু।

জানা গিয়েছে, স্ত্রী মৌমিতা মাহাতো দাসের বিয়ের আগে রাজনীতির সঙ কোনও সম্পর্ক ছিল না। পরে শ্বশুরবাড়িতে স্বামী এবং দেওরের কাছেই রাজনীতিতে হাতেখড়ি। এরপর প্রায় আড়াই বছর সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় বিভিন্ন সহযোগিতা তিনি করেছেন বলে জানা গিয়েছে । পরিবারের সকলেই রাজনৈতিকভাবে ব্যস্ত হওয়ার কারণে দেওর এবং ছয় মাসের বাচ্চা নিয়েই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বের হয়েছেন মৌমিতা। জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তাই বাচ্চাটিকে ঘরে রাখবে? সেই কারণে ওকে নিয়ে বেরিয়েছি প্রচার করার জন্য। এর আগে এই ওয়ার্ডে স্বামী সৌমেন মাহাত দীর্ঘ পনেরো বছর কাউন্সিলর ছিলেন। উনি এইবার ১২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন। সেই কারণে দায়িত্ব পেয়েছি আমি। মানুষ আমাদের পাশে আছে। আপাতত ভালোই সাড়া পাচ্ছি। আমি যথা সম্ভব চেষ্টা চালাচ্ছি। অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে।

প্রসঙ্গত, নদিয়ায় ১০ টি পৌরসভা। তার মধ্যে রয়েছে হরিণঘাটা, কল্যাণী, গয়েশপুর, চাকদা, রানাঘাট, বিননগর, তাহেরপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ। এর মধ্যে তাহেরপুর বাদ দিয়ে বাকি সব পুরসভাগুলি  ছিল তৃণমূলের দখলে। তাহেরপুরে বোর্ড গঠন করে সিপিআই(এম)। ২০১১ সালের আগে রাজ্যের মধ্যে প্রথম তৃণমূল পরিচালিত পুরসভা হল নবদ্বীপ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা