BJP in Nadia: প্রথমে পার্টি অফিসে তালা, এবার সভাপতির মাথা ফাটিয়ে দিল দলের কর্মীরাই
BJP in Nadia: প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই দলের অন্দরে শুরু হয় বিক্ষোভ। দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধরা। আর এবার হামলা জেলা সভাপতির ওপর।
নদিয়া: একদিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পুরভোটের আগে উত্তাপ বাড়ছে দুই শিবিরেই। এবার নদিয়ায় বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এল। দলের জেলা সভাপতির মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। পুর নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত। যাঁরা টিকিট পাননি, তাঁদের মধ্যে অনেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। দলের প্রার্থী তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগও ওঠে। আর অভিযোগ ছিল জেলা সভাপতির বিরুদ্ধেই।
কৃষ্ণনগর জেলার বিজেপি কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে পোস্টার পড়তে দেখা যায়। বন্ধ করে দেওয়া হয় জেলার বিজেপি কার্যালয়। বিক্ষুব্ধরাই এই কাজ করছিল বলে দাবি দলের একাংশের। পুর নির্বাচন পর্যন্ত এই কার্যালয় বন্ধ রাখা হবে বলে দাবি জানিয়েছিল বিজেপির ওই বিক্ষুব্ধ নেতারা।
বিভিন্ন ধরনের পোস্টার পড়ে কার্যালয়ের দরজায়। সেখানে, অযোগ্য সভাপতির অপসারণের দাবি জানানো হয়। সূত্রের খবর, শুক্রবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক চলছিল ওই কার্যালয়ে। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বৈঠক করছিলেন বিজেপি সভাপতি। উপস্থিত ছিল দলের স্থানীয় নেতৃত্ব ও জেলার সভাপতি অর্জুন বিশ্বাস।
সেখানেই বিবাদ তৈরি হয় দুই গোষ্ঠীর মধ্যে। জেলা সভাপতিকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিজেপির একাংশের দাবি জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছে স্থানীয় দুষ্কৃতীরা, এটা তৃণমূলের চক্রান্ত।
এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, প্রার্থী তালিকায় পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীরা অফিসে তালা লাগিয়ে দিয়েছিল। বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না বলে উল্লেখ করেন স্থানীয় তৃণমূল নেতা।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা