STF: পুলিশের স্টিকার লাগিয়েই ছুটছিল গাড়ি, থামানোর পরই চক্ষু চড়কগাছ এসটিএফ-এর

Nadia: পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে হেরোইন তৈরির সরঞ্জাম, মরফিন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ৩৮০ কেজি।

STF: পুলিশের স্টিকার লাগিয়েই ছুটছিল গাড়ি, থামানোর পরই চক্ষু চড়কগাছ এসটিএফ-এর
এই গাড়ি আটক করেছে পুলিশ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 1:08 PM

নদিয়া: দ্রুত গতিতে চলছিল পুলিশের গাড়ি। শুধু গাড়ি বলা ভুল! পুলিশের স্টিকার লাগনো গাড়ি ছুটছিল জোর গতিতে। এরপর হল গোটা বিষয়টি নজরে আসতেই চোখ কপালে ওঠে খোদ পুলিশের। ভুয়ো পুলিশের  স্টিকার লাগানো গাড়িতে নিষিদ্ধ মাদক তৈরির কাঁচামাল পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ে নয় জন ব্যক্তি।

নদিয়ার নাকাশিপাড়া এলাকার ঘটনা। গাড়িটি নিয়ে উত্তরবঙ্গ যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার হয় ওই নয়জন। পুলিশ সূত্রে খবর, এসটিএফ-এর একটি দল গাড়ি নিয়ে কলকাতা থেকে তাদের পিছনে অনুসরণ করে। অতঃপর নদিয়ার নাকাশিপাড়া থানা থেকে কিছুটা দুরে টোলপ্লাজার কাছে তাদের হাতেনাতে ধরে। এই ঘটনায় ওই গাড়িতে থাকা ৯ জনকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে হেরোইন তৈরির সরঞ্জাম, মরফিন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ৩৮০ কেজি। নজরুল ইসলাম, রাহুল, প্রীতম শাওন,আসিফ, বেল্টু,সহ নয়জনকে আজ কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ।

বস্তুত, গত দু’দিন আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় এক জনকে। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযান চালিয়ে বাসন্তীর ভরতগর এলাকা থেকে শামিম হোসেন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডবল ব্যারেল লং পাইপগান, একটি সিক্স চেম্বার লং পাইপগান, দুটি লং পাইপ গান, তিনটি ওয়ান শাটার বন্দুক ও একটি সেভেন এমএম পিস্তল। উদ্ধার হয়েছে ২৯ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড তাজা বোমা। ধৃতের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইন ও ৩/৪ এক্সক্লুসিভ ধারায় মামলা রুজু করে বাসন্তী থানার পুলিশ।