Mamata Banerjee: ‘রাজনীতির সঙ্গে আরও লেনদেন চলে’, বিজেপি-কংগ্রেস-সিপিএমের ‘আঁতাত’ নিয়ে তোপ মমতার

Nadia: বিজেপি-র পাশাপাশি সেখান থেকে একযোগ সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বলেন, 'নির্বাচনের সময় এরা এক হয়ে যায়।'

Mamata Banerjee: 'রাজনীতির সঙ্গে আরও লেনদেন চলে', বিজেপি-কংগ্রেস-সিপিএমের 'আঁতাত' নিয়ে তোপ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 5:17 PM

নদিয়া: নদিয়ায় (Nadia) রাস উৎসবের মধ্যেই তিনদিনের জেলা সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগরে কর্মিসভা ছিল তাঁর। বিজেপি-র (BJP) পাশাপাশি সেখান থেকে একযোগে সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘নির্বাচনের সময় এরা এক হয়ে যায়।’

বাম-কংগ্রেসকে কটাক্ষের সুরে মমতা বলেন, ‘বিজেপি তুমি বড় বড় কথা বলছো। আর তার দুই সাগরেদ হচ্ছে সিপিএম আর কংগ্রেস। কিছু করে না। ইলেকশনের সময় রাম বাম শ্যাম। জগাই, মাধাই, গদাই এক হয়ে যায়। ইলেকশনের সময় দেখবেন তিনটে পার্টি এক হয়ে যায়। এর ওর কাছ থেকে কানাঘুষো করে। রাজনীতির সঙ্গে আরও লেনদেন চলে। এই সত্যটা প্রকাশ করে দিন।’

উল্লেখ্য, জাতীয় রাজনীতি হোক বা রাজ্যস্তর। সিপিএম ও বিজেপি যুযুধান দুইপক্ষ। তবে নিচুতলার রাজনীতিতে প্রায়শই বাম ও গেরুয়াকে একজোটে দেখা গিয়েছে। এবার এই ধরনেরই একটি জোট রাজনীতি দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি সমবায় সমিতির নির্বাচনে। তৃণমূলকে পরাস্ত করতে বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই বলে দাবি করেছিলেন বিষ্ণপুরের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ। নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এই লড়াইয়ে তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিতে বিজেপি প্রস্তুত। পঞ্চায়েত ভোটে বিজেপির জয় নিশ্চিত।’ ফলত, এই ধরনের একাধিক জোটকে এ দিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আজ সিএএ নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘NRC ও CAA নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি যদি নাগরিক না হতেন, তাহলে এগুলো কী করে হত? বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি বলি, মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।’