Mamata Benerjee: ‘প্রতিদিন তৃণমূল প্রতীক নমস্কার করি, যার ইগো থাকবে বাড়িতে বসুন’, গোষ্ঠী কোন্দল থামাতে এবার ময়দানে মমতা

Nadia: বললেন, 'যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই।'

Mamata Benerjee: ‘প্রতিদিন তৃণমূল প্রতীক নমস্কার করি, যার ইগো থাকবে বাড়িতে বসুন’, গোষ্ঠী কোন্দল থামাতে এবার ময়দানে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 4:02 PM

নদিয়া: পঞ্চায়েত ভোট যত কাছে আসছে, তত প্রকাশ্যে আসছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। নদিয়া সহ জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সামনে এসেছে। ঘর সামলাতে খোদ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় নেতা-কর্মীদের উদ্দেশে আর্জি জানিয়েছিলেন সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য। এরপর আজ দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই।’

কী বার্তা দিলেন মমতা? রাস উৎসবে যোগ দিতে নদিয়ায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগরে কর্মিসভা ছিল তাঁর। দলের গোষ্ঠী কোন্দল নিয়ে মমতা বলেন, ‘এমএলএ যাঁরা আছেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর কেউ করলে তাকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েতে আছেন, ব্লকে,জেলা পরিষদে আছেন কে বড় হনু আমি না মানুষ? মানুষ না থাকলে আমি শূন্য। রোজ তৃণমূলের প্রতীককে আমি নমস্কার করি। যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই। কলকাতার সঙ্গে কার যোগাযোগ আছে আপনার জানার দরকার নেই। আমরা মাঠে খুঁজে নেব তাঁকে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আজকে আমি একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে দিয়ে যাচ্ছি।মহুয়া-উজ্জ্বল-নন্দ ও সব এমএলএ দের নিয়ে এই কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে দিয়ে গেলাম। এটা তৃণমূল কংগ্রেস পরিবার। এটাকে ভাঙা যাবে না।’

মুখ্যমন্ত্রী জানান, ‘নদিয়া শান্তির ধাম। তাই চৈতন্যদেবের কথা মাথায় রেখে শান্তিবজায় রাখুন।সুস্থ থাকুন।বেশি ঝগড়া করবেন না তাতে ব্রেন খারাপ হয়ে যায়। একই সঙ্গে আদি-নব্য কর্মীদেরও বার্তা দেন নেত্রী। বললেন, ‘জনসংযোগ বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে পুরনোদের সম্মান দিয়ে, পরামর্শ নিতে হবে। আমি চাই আরও বেশি করে যুবসমাজ আমাদের পার্টিতে আসুন।’

উল্লেখ্য, নদিয়ার বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠী কোন্দল বিগত কয়েকদিন ধরে প্রকাশ্যে এসেছে। কয়েকদিন আগে করিমপুরে চলে গুলি।তৃণমূল সমর্থিত প্রাক্তন পঞ্চায়েত সদস্য হাসিবুল মণ্ডলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার হয় নয়জন