Nadia: বন্ধুরাই বাড়ি এসে খবর দেয় ‘দাদা নিয়ে গিয়েছে ওকে’, পুকুর ধারে যেতেই ৯ বছরের মেয়েকে বিবস্ত্র দেখল পরিবার

Nadia: সময় পেরিয়ে যাওয়ায় খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। অন্যান্য শিশুরাই বাড়িতে গিয়ে খবর দেয়, প্রতিবেশী এক যুবক ওই নাবালিকাকে খেলার মাঠের পাশে পুকুর ধারে নিয়ে গিয়েছে। এই খবর পেয়ে পরিবার এবং প্রতিবেশীরা ছুটে যান ঘটনাস্থলে।

Nadia: বন্ধুরাই বাড়ি এসে খবর দেয় 'দাদা নিয়ে গিয়েছে ওকে', পুকুর ধারে যেতেই ৯ বছরের মেয়েকে বিবস্ত্র দেখল পরিবার
নাবালিকাকে ধর্ষণের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 12:40 PM

নদিয়া:  এক নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে প্রতিবেশী বছর চব্বিশের এক যুবকের বিরুদ্ধে।  ঘটনাটি রানাঘাট থানার নোকারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে বাড়ির পাশে খেলার মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল ওই নয় বছরের নাবালিকা শিশুটি। খেলা শেষে অন্যান্য বাচ্চারা বাড়ি চলে এলেও ওই নাবালিকা শিশুটি বাড়ি ফেরে না।

সময় পেরিয়ে যাওয়ায় খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। অন্যান্য শিশুরাই বাড়িতে গিয়ে খবর দেয়, প্রতিবেশী এক যুবক ওই নাবালিকাকে খেলার মাঠের পাশে পুকুর ধারে নিয়ে গিয়েছে। এই খবর পেয়ে পরিবার এবং প্রতিবেশীরা ছুটে যান ঘটনাস্থলে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে গিয়েই তাদের নাবালিকাকে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।

এরপর বাড়িতে নিয়ে এসে তার চোখে মুখে জল দিয়ে একটু সুস্থ করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোপার্স ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাস্থলের একটু দূরে জঙ্গলের মধ্যে থেকে গ্রেফতার করে ওই যুবককে।

ওই যুবকের বিরুদ্ধে রানাঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে পরিবার। শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে।