Nadia Death: বৌকে নিয়ে আলাদা থাকেন, একবারই শুধু বাড়ি এসেছিলেন, ছোট ছেলেটার এই হাল বাবা-দাদা করবে কে ভেবেছিল!

Nadia Death: নদিয়ার রানাঘাটের ঘটনা। মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ (৩৮)। তাঁর স্ত্রী মুনমুন ঘোষের অভিযোগের ভিত্তিতে বাবা নেপাল ঘোষ ও দাদা প্রদীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

Nadia Death: বৌকে নিয়ে আলাদা থাকেন, একবারই শুধু বাড়ি এসেছিলেন, ছোট ছেলেটার এই হাল বাবা-দাদা করবে কে ভেবেছিল!
নদিয়ায় মৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 5:08 PM

শান্তিপুর (নদিয়া): বাবা ও দাদার সঙ্গে দীর্ঘদিনের অশান্তি। সেই কারণে আলাদা বাড়িতেই থাকতেন ছোট ছেলে। কিন্তু তারপরও রক্ষা হল না। একদিন বাড়িতে আসতেই ছোট ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ বাবা ও বড় ছেলের বিরুদ্ধে।

নদিয়ার রানাঘাটের ঘটনা। মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ (৩৮)। তাঁর স্ত্রী মুনমুন ঘোষের অভিযোগের ভিত্তিতে বাবা নেপাল ঘোষ ও দাদা প্রদীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, মৃত চন্দন রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের সড়াকপাড়ায় থাকতেন।

জানা গিয়েছে, বিগত পাঁচ বছর ধরে তিনি বাড়ি ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরে তিনি তাঁর নিজের বাড়ি অর্থাৎ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কৃপাময়ী তলার বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বাবা ও দাদার বিরুদ্ধে। তারপর চন্দন ভাড়া বাড়িতে ফিরে আসেন। এরপর রাত্রিবেলা সেখানে মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।

মৃতের স্ত্রী বলেন, “আমার স্বামী বাবার কাছে গিয়েছিলেন। তারপর দুপুরে বাড়িতে আসেন। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করার আগেই দেখি পড়ে যায়। আমি বলি কী হয়েছে তখন আমার স্বামী বলেন বাবা বআর দাদা মিলে ওনাকে মেরেছে। তারপর মারা যায়” অপরদিকে, মৃতের মা জানান, “যিনি মারা গিয়েছে আমার ছোট ছেলে। ও বাবার কাছ থেকে তিন হাজার টাকা চুরি করেছিল। মাঝে মধ্যেই টাকা চুরি করত। ওইদিন রাগ চেপে রাখতে পারেনি ওর বাবা। তারপরই মারধর করে।”