Shantipur College: কর্মবিরতির জেরে অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভ শান্তিপুর কলেজে
Nadia: শিক্ষাকর্মীদের বক্তব্য, তাঁরা অধ্যক্ষকে আপত্তির কথা জানালেও কাজ হয়নি। তাই এদিন কর্মবিরতির ডাক দেন।
নদিয়া: টাকাপয়সা সংক্রান্ত জটিলতার জেরে কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষাকর্মীরা। এদিকে শিক্ষাকর্মীদের আন্দোলনের জেরে অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বৃহস্পতিবার শান্তিপুর কলেজে (Shantipur College) এই ঘটনা ঘটে। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষা কর্মীদের কর্মবিরতির জেরে অ্যাডমিট কার্ড পাচ্ছেন না তাঁরা। এরপরই এদিন কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পড়ুয়াদের দাবি, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শিক্ষা কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। সেন্টার ফিজ হিসাবে বিশ্ববিদ্য়ালয় থেকে পাওয়া টাকার ভাগাভাগি নিয়ে তরজা। অভিযোগ, কলেজের অধ্যক্ষ তা নিজের দায়িত্বে শিক্ষাকর্মী ও শিক্ষকদের মধ্যে সমানভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। এখানেই আপত্তি শিক্ষাকর্মীদের।
শিক্ষাকর্মীদের বক্তব্য, তাঁরা অধ্যক্ষকে আপত্তির কথা জানালেও কাজ হয়নি। তাই এদিন কর্মবিরতির ডাক দেন। সকাল থেকেই কলেজে আন্দোলন দেখাতে থাকেন শিক্ষাকর্মীরা। এদিকে দীর্ঘসময় এই পরিস্থিতিতে ধৈর্য হারান পড়ুয়ারা। তাঁদের সামনেই পরীক্ষা। সকাল ১০টা থেকে কলেজে লাইন দিয়েছেন অ্যাডমিট কার্ডের জন্য। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন।
এক ছাত্রী বৃষ্টি দাসের কথায়, “আজ অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। আমাদের সামনেই পরীক্ষা। কাল এসে ঘুরে গিয়েছে। স্যর, ম্যাডামদের কী ছিল একটা, দেয়নি। আজও বলেছে দেওয়া হবে না। রোজ রোজ কী এভাবে ঘুরে যাওয়া সম্ভব? প্রিন্সিপাল ম্যাডাম কোনও কথা শুনতেই চাইছিলেন না।” অভিযোগ, এরপরই অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘেরাও করেন তাঁরা। এই ঘটনার পর অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, “শিক্ষা কর্মীরা যে দাবি করেছিলেন তাতে আমরা রাজি হয়েছি। তাদের দাবি পূরণ করা হবে।”