Bomb Recover: স্নান করতে পুকুরে নেমে ব্যাগ পেলেন মহিলা, চেন খুলে তাকাতেই চোখ ছানাবড়া
Panchayat Election Result 2023: নদিয়ার চাপড়া থানার শিকড়া স্কুল পাড়া এলাকার ঘটনা। সেখানে আজ সকালে স্নানে নেমে ওই মহিলা দেখতে পান একটি ব্যাগ ভর্তি ব্যাগ।
নদিয়া: পুকুরে স্নানে নেমেছিলেন এক মহিলা। তখনই জলের মধ্যে দেখতে পান একটি ব্যাগ। সেই ব্যাগটির ভিতর তাকাতেই আঁতকে উঠলেন তিনি। ভিতরে রয়েছে পাঁচটি সুতলি বোমা।
নদিয়ার চাপড়া থানার শিকড়া স্কুল পাড়া এলাকার ঘটনা। সেখানে আজ সকালে স্নানে নেমে ওই মহিলা দেখতে পান একটি ব্যাগ ভর্তি ব্যাগ। আর তার মধ্যে রয়েছে সুতলি বোমা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা।
বস্তুত, ভোটের দিন প্রচুর পরিমাণে বোমাবাজি হয় এই চাপড়ায়। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সেই গণ্ডগোল থামাতে রীতিমতো শূন্যে গুলিও চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। অপরদিকে, ভোটের দিন প্রাণ হারান এক ভোটার। জানা যায়, একটি বুথে জোটের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা শুরু হয়। মূলত ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।
সেই সময়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করেন। তা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়ায়, তা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। বুথের সামনেই চলতে থাকে অস্ত্র হাতে চলে লম্ফঝম্প। আচমকাই চলে গুলি। যার জেরে প্রাণ হারান হামজার আলি আল সোনা নামে এক ব্যক্তি।