Sindur Khela: কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির রানিমা মাতলেন সিঁদুর খেলায়
Sindur Khela: এ দিন সকাল থেকেই মণ্ডপে রয়েছেন রানিমা। হাজার-হাজার মানুষ আসলেন কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজা কৃষ্ণচন্দ্রের জনপ্রিয়তার জন্যই এই জনজোয়ার রাজবাড়িতে।
নদিয়া: আবারও কৈলাসে ফিরতে চলেছেন উমা। তাঁর বিদায়ের তোড়জোড় শুরু হয়েছে সকাল থেকেই। বরণ, মিষ্টিমুখ, সিঁদুর খেলায় মেতেছে গোটা বাংলা। বাদ যায়নি কৃষ্ণনগরের রাজবাড়ির সদস্যরা। রাজবাড়ির রানিমার সঙ্গে খেলায় মেতে ওঠেন এলাকাবাসী।
এ দিন সকাল থেকেই মণ্ডপে রয়েছেন রানিমা। হাজার-হাজার মানুষ আসলেন কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজা কৃষ্ণচন্দ্রের জনপ্রিয়তার জন্যই এই জনজোয়ার রাজবাড়িতে।
এ দিন রানিমা বললেন, “এটা প্রাপ্তি যে এখানে ভাইবোন থেকে শুরু করে মা বোনেরা সকলে আসছেন। ছোটবেলার শখ পূরণ হয়েছে। সকলের সঙ্গে সিঁদুর খেলতে পারছি। এটা যে এইভাবে পূর্ণ হয়ে যাবে কে বলবে। আমি আপ্লুত।”
তবে শুধু কৃষ্ণনগর নয়, এর পাশাপাশি সিঁদুর খেলায় মেতেছেন বাকি তারকারাও। তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ সকলে মেতেছেন বিজয়ার আনন্দে।