Nadia: কালবৈশাখীর জেরে লন্ডভন্ড নদিয়ার একাধিক এলাকা, শিলাবৃষ্টিতে নষ্ট চাষ জমি

Nadia: প্রচণ্ড মেঘ সঙ্গে বিদ‍্যুতের ঝলকানি। পাশাপাশি মুষলধারে বৃষ্টি সঙ্গে শিল। বৈদ্যুতিক খুঁটিসহ গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়েছে একাধিক জায়গায়।

Nadia: কালবৈশাখীর জেরে লন্ডভন্ড নদিয়ার একাধিক এলাকা, শিলাবৃষ্টিতে নষ্ট চাষ জমি
শিলাবৃষ্টিতে ঢাকল নদিয়া (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 6:13 PM

নদিয়া: অসহ্য গরম থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। ইতিমধ্যে জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। সেই পূর্বাভাসকে সত্যি করে এবার ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে। এরই মধ্যে কালবৈশাখীর দাপটে তছনছ গিয়েছে নদিয়ার একাধিক জায়গা। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি জেড়ে ক্ষতিগ্রস্ত বহু এলাকা।

প্রচণ্ড মেঘ সঙ্গে বিদ‍্যুতের ঝলকানি। পাশাপাশি মুষলধারে বৃষ্টি সঙ্গে শিল। বৈদ্যুতিক খুঁটিসহ গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়েছে একাধিক জায়গায়। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কল্যাণীর সুগুনা ও চাকদা সহ বেশ কয়েকটি এলাকায়। ভেঙে পড়েছে হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতটাই শিলা বৃষ্টি হয়েছে যে রাস্তার উপর প্রচুর পরিমাণে জমে রয়েছে শিল বা বরফ।

ক্ষতিগ্রস্ত হয়েছে সগুনা পঞ্চায়েতের কাঁটাবেল অঞ্চলে শিলাবৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির একাধিক চাষের ফসল,কলাবাগান ও আমের। ভেঙে পড়েছে একাধিক কাচা বাড়ি। গৃহ ছাড়া হয়েছেন বেশ কিছু পরিবার। পাশাপাশি চাকদহ ব্লকে ঘেঁটুগাছি জিপির বেজপাড়া,বনমালীপাড়া হয়ে লোহা সমস্তিপুর পযর্ন্ত গাছের ডাল ভেঙে পড়েছে। আম পরে নষ্ট হয়ে গিয়েছে।

আজ থেকে নদিয়ার এলাকায় বৈশাখী মেলা হওয়ার কথা ছিল। তবে মেলার দোকান উল্টাপাল্টা হয়ে গিয়েছে। মাঠে জমে গিয়েছে জল। বিদ‍্যুৎ সংযোগ চলে গিয়েছে একাধিক এলাকায়। আম গাছ পড়ে বিদ‍্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। চাঁদুড়িয়া শ্মশান পাড়ায় ব‍্যাপক ক্ষতি। ক্ষতি হয়েছে ফলন্ত ধানে।ঝড়ের তান্ডবে ফলন্ত ধান গাছ শুয়ে পরেছে। ব‍্যাপক ক্ষতি কৃষকদের।এই শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে ফলন্ত ধান আর ঘরে তুলতে পারবেনা অনেক ধান চাষীই।