Mohua Moitra: ‘কে জানে কোথায় নিয়ে যাবে…’ রাস্তার ধারে চা বানাতে গিয়ে উপলব্ধি মহুয়া মৈত্রের!

Mahua Moitra Tweet: মহুয়া মৈত্রের এই ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশের মতে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করে তিনি এই টুইট করেছেন।

Mohua Moitra: 'কে জানে কোথায় নিয়ে যাবে...' রাস্তার ধারে চা বানাতে গিয়ে উপলব্ধি মহুয়া মৈত্রের!
চা বানাচ্ছেন মহুয়া মৈত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 11:08 AM

নদিয়া: দেখে কে বলবেন তিনি সাংসদ! রাস্তা দিয়ে যেতে যেতে পথের ধারে চায়ের দোকান দেখেই দাঁড়িয়ে পড়লেন। চা খেতে নয়, চা বানাতে। রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকেই চা বানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে(Krishnagar)-ই একটি চায়ের দোকানে ঢুকে চা বানান তিনি। নিজে টুইটারে সেই ভিডিয়ো পোস্টও করেছেন। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতেই কৃষ্ণনগরে গিয়েছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, তৃণমূল সাংসদ চায়ের সসপ্য়ানে চিনি ঢালছেন। তাঁকে গোল করে ঘিরে দাঁড়িয়েছিলেন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। টুইটারে মহুয়া মৈত্র ক্যাপশনে লিখেছেন, “চা বানানোর চেষ্টা করলাম… কে জানে এটা আমায় কোথায় নিয়ে যাবে।”

মহুয়া মৈত্রের এই ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশের মতে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করে তিনি এই টুইট করেছেন। প্রধানমন্ত্রী শৈশবে যেহেতু স্টেশনে চা বিক্রি করতেন, তাকেই কটাক্ষ করে এই পোস্ট করেছেন বলে দাবি।

মহুয়া মৈত্রের টুইটের রিপ্লাইয়ে এক ব্যক্তি আবার লেখেন, “আমাদের দেশের জন্য একজন চা-ওয়ালাই যথেষ্ট। জানিনা আমাদের দেশ চা-ওয়ালিকে জায়গা দিতে পারবে কি না।” আরেকজন লেখেন, “ম্যাডাম মহুয়া দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন।”

এদিকে, গতকালই কৃষ্ণনগরে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহুয়া মৈত্র। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি হঠাৎ বলেন, “এই কাঁচা বাড়িগুলি খুব ঠান্ডা থাকে। গরমকালে খুব আরাম লাগে। তবে শীতকালে ঠান্ডা লাগে।” আবাস যোজনায় দুর্নীতি নিয়ে যেখানে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।