Road Accident: হঠাৎই বাসের বাইরে ছিটকে পড়লেন মহিলা, তার উপরে আরও কয়েকজন… ভরসন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড

Nadia: সূত্রের খবর, কৃষ্ণনগর থেকে পলাশিপাড়ার দিকে বাসটি যাচ্ছিল। একেবারে ঠাসা ছিল যাত্রী।

Road Accident: হঠাৎই বাসের বাইরে ছিটকে পড়লেন মহিলা, তার উপরে আরও কয়েকজন... ভরসন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড
হাসপাতালে আহত মহিলা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 12:03 AM

নদিয়া: ভয়াবহ পথদুর্ঘটনা তেহট্টে। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ১৭ জন। সকলকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। কৃষ্ণনগর থেকে পলাশিপাড়া যাওয়ার পথে তেহট্ট গলাকাটা এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। বাস ও লরি দু’টিকেই উদ্ধার করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, কৃষ্ণনগর থেকে পলাশিপাড়ার দিকে বাসটি যাচ্ছিল। একেবারে ঠাসা ছিল যাত্রী। হঠাৎই তেহট্ট গলাকাটার এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, অনেকেই বাস থেকে একেবারে বাইরে এসে পড়েন। রাস্তায় পড়ে রীতিমত গড়াগড়ি। কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকায়। এদিকে বিকট শব্দ শুনে ছুটে যান এলাকার লোকজনও। বেশ কয়েকজন শিশুও ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশুর জখম গুরুতর ছিল। প্রাথমিকভাবে সকলকেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সাহিল মণ্ডল নামে ওই শিশুর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকরা।

জয়ন্তী হালদার নামে এক যাত্রী জানান, “আমরাও বুঝলাম না কীভাবে কী হল। চাঁদেরঘাট পার করার পরই হঠাৎই বিকট শব্দ হয়। আমি একেবারে ছিটকে গিয়ে বাসের বাইরে পড়ি। রাস্তায় শুয়ে দেখছি সামনে একটা লরি। বুঝলাম বাস লরির ধাক্কা লেগেছে। কৃষ্ণনগর থেকে পলাশিপাড়া যাচ্ছিল বাসটা। জাতীয় সড়কে বাস তো এমনিই জোরে চলছিল।” তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গতি বেশি থাকার কারণে এই ঘটনা নাকি চালক মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিলেন, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।