দুই গোষ্ঠীর গোলমালে গুলি চালানোর অভিযোগ, উত্তপ্ত বেলঘরিয়া

অভিযোগ, দক্ষিণেশ্বরে এক অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। এরপরই সেখানে গুলি চালানো হয়।

দুই গোষ্ঠীর গোলমালে গুলি চালানোর অভিযোগ, উত্তপ্ত বেলঘরিয়া
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 1:16 PM

উত্তর ২৪ পরগনা: এলাকা দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়া। অভিযোগের আঙুল তৃণমূলের দুই গোষ্ঠীর দিকে। এই ঘটনায় গুলি চালানোর অভিযোগও উঠেছে। যদিও গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে বেলঘরিয়া থানার পুলিস। সোমবার রাতের এই ঘটনা ঘিরে মঙ্গলবারও সরগরম এলাকা।

কামারহাটি পুরসভার বিদায়ী চেয়ারপার্সন গোপাল সাহা বলেন, “সারা কামারহাটি শান্তিপূর্ণ এলাকা। এখানে গুলি, বোমা চলে না। তৃণমূল কংগ্রেস কখনও এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। এক্ষেত্রে কী ঘটেছে তা আমি এখনও সঠিকভাবে জানি না। আপনারা তৃণমূল কর্মী বললেও তা কতটা ঠিক আমি বলতে পারব না। তৃণমূল সমর্থক আর সক্রিয়ভাবে তৃণমূল করা এক নয়। আর তৃণমূল কর্মী হলেও কেউ অন্যায় করে এলাকা অশান্ত করবে, তা দল প্রশ্রয় দেবে না। অপরাধ করলে কাউকেই রেয়াত করা হবে না।”

অভিযোগ, দক্ষিণেশ্বরে এক অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। এরপরই সেখানে গুলি চালানো হয়। চারজন আহত হয়েছেন। তাদের বেলঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অভিযুক্তরা কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিস। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, কামারহাটি এলাকা দিনকে দিন অশান্ত হচ্ছে। গুলি, বোমা চলছে। আর পুলিস চুপ করে বসে আছে।