খড়ারের প্রাক্তন পৌরপ্রশাসক উত্তম মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে জীবনের লড়াই শেষ করেছেন তিনি। সেই উত্তম মুখোপাধ্যায়কেই শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুই।

খড়ারের প্রাক্তন পৌরপ্রশাসক উত্তম মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক
উত্তম মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 1:48 PM

পশ্চিম মেদিনীপুর: তিনি ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ। তাই ঘাটাল মহকুমার খড়ার পৌরপ্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। খড়ারের পৌরপ্রশাসক পদ থেকে একসময়ের দাপুটে তৃণমূলনেতা উত্তম মুখোপাধ্যায়ের (Uttam Mukherjee) অপসারণ নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। তাঁর বদলে বসানো হয় শঙ্কর দোলুইকে। ক্ষোভ, দুঃখ, অভিমান জমেছিল মনে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আইনি লড়াইয়ের পথে হাঁটা শুরু করলেও মনের ধাক্কা সামলাতে পারেননি উত্তমবাবু। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে জীবনের লড়াই শেষ করেছেন তিনি। সেই উত্তম মুখোপাধ্যায়কেই শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুই।

মঙ্গলবার উত্তম মুখোপাধ্যায়ের মৃতদেহ খড়ার পৌরসভার সামনে নিয়ে যান নেতা কর্মী সমর্থকরা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে বিশিষ্টজনেরা। পৌঁছন ঘাটালের তৃণমূল বিধায়ক ( খড়ার পৌরসভার বর্তমান পৌরপ্রশাসক) শঙ্কর দোলুই। তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তম অনুগামীরা।

বিক্ষোভের মুখে পড়ে পুষ্পস্তবক হাতে নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন বিধায়ক। উল্লেখ্য, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ উত্তম মুখোপাধ্যায়কে পৌরপ্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বদলে আনা হয় শঙ্কর দোলুইকে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

খড়ার পৌর এলাকায় বহিরাগত তকমা এঁটে লাগানো হয় পোস্টার। বিধায়ক শংকর দোলুই বহিরাগত পৌর প্রশাসক হওয়ায় তাঁকে মানতে নারাজ হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন উত্তমবাবু। তাঁর তরফে হাইকোর্টে একটি মামলাও দায়ের করা হয়। এই সব পরিস্থিতির মধ্যেই সোমবার কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই অপসারিত শিলিগুড়ির পুলিস কমিশনার

শঙ্কর দোলুইয়ের ওপর ক্ষোভ ছিলই। এই পরিস্থিতিতে খড়ারে উত্তমকে শেষ শ্রদ্ধাতে জানাতে গিয়ে আরও বিপাকে পড়েন শঙ্কর দোলুই। তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে উত্তমবাবুকে শেষ শ্রদ্ধা না জানিয়েই বাধ্য হয়ে ফিরে যান। যদিও এবিষয়ে শঙ্কর দোলুইয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।