Missing Case: বাবার থেকে দু’টাকা নিয়ে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ বারাসতের কিশোর

Barasat: দোকানে খাবার কিনতে গিয়ে ছেলে কোথায় চলে গেল, তা ভেবে কূল কিনারা করতে পারছেন না বাড়ির লোকেরা। গতকাল সন্ধে থেকে সম্ভব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছেন তাঁরা। আত্মীয় পরিজন থেকে শুরু করে চেনা পরিচিত যাঁরা আছেন, সকলের বাড়িতেই খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু কোথাও কোনও আশার খবর মেলেনি।

Missing Case: বাবার থেকে দু'টাকা নিয়ে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ বারাসতের কিশোর
বারাসত থানাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2024 | 11:59 PM

বারাসত: বাবার থেকে দু’টাকা নিয়ে দোকানে গিয়েছিল। কিন্তু তারপর থেকে আর খোঁজ নেই কিশোরের। বেশ কিছুটা সময় অপেক্ষার পর শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও কোনও সন্ধান পাওয়া যায় না। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। দোকানে খাবার কিনতে গিয়ে ছেলে কোথায় চলে গেল, তা ভেবে কূল কিনারা করতে পারছেন না বাড়ির লোকেরা। গতকাল সন্ধে থেকে সম্ভব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছেন তাঁরা। আত্মীয় পরিজন থেকে শুরু করে চেনা পরিচিত যাঁরা আছেন, সকলের বাড়িতেই খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু কোথাও কোনও আশার খবর মেলেনি।

অনেকটা সময় কেটে যাওয়ার পরও বছর এগারোর কিশোরের কোনও সন্ধান না পাওয়া উদ্বিগ্ন পরিবারের লোকেরা যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। বারাসত থানায় ও রেল পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন কিশোরের পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই কিশোরের নাম ফারদিন নবী। বাড়ি বারাসাত থানার চৌচালা পাড়া নর্থ কাজিপাড়া এলাকায়। বাড়ির ছেলেকে খুঁজে না পাওয়ায়, প্রতিটি মুহূর্ত উদ্বেগে-উৎকণ্ঠায় কাটছে বারাসাত ১৭ নম্বর ওয়ার্ডে কিশোরের বাড়ির লোকেদের মনে।

যদিও কীভাবে ওই কিশোর নিখোঁজ হল, কেউ তাকে অপহরণ করেছে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এলাকা থেকে এক সন্দেহভাজন মহিলাকে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পঞ্চম শ্রেণির পড়ুয়া নিখোঁজ ওই কিশোরের এখনও পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে। নিখোঁজ কিশোরেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।