Nimta: কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সাইকেল দেখেই সন্দেহ হয়েছিল, তবে ভাইকে এই অবস্থায় দেখবেন ভাবতেও পারেনি দাদা
Nimta: পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিতুন রায়। লেলিনগর চাঁদপুরের বাসিন্দা তিনি। রবিবার সাইকেল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তবে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
নিমতা: নর্দমার পাশে চোখ যেতেই কার্যত তাজ্জব বনে গেলেন পরিবারের লোকজন। পড়ে রয়েছে মৃতদেহ তাঁদের মৃতদেহ। দ্রুত খবর দেওয়া হয় নিমতা থানার পুলিশের কাছে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিতুন রায়। লেলিনগর চাঁদপুরের বাসিন্দা তিনি। রবিবার সাইকেল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তবে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ তারাই কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশ থেকে মিতুনের দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য রাস্তার পাশে বড় বড় নর্দমা করা হচ্ছে। সেই নর্দমা থেকেই মৃতদেহ থেকে উদ্ধার হয়েছে।
দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের পাশ থেকেই মিত্তুনের সাইকেল উদ্ধার হয়েছে। মৃতের দাদা বলেন, “আমার ভাই মাছ ধরতে বেরিয়েছিল। সেই সময় দেখি রাস্তার ধারে সাইকেল পড়ে রয়েছে। এগিয়ে যাই। গিয়ে দেখি নর্দমায় পড়ে রয়েছে দেহ।”