Fraud Case: তৃণমূল কর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগ, চাকরির আশায় জমি বেচে টাকা দিয়েছিলেন টেট উত্তীর্ণ জয়দেব
Fraud Case: জয়দেবের দাবি, দীপেন্দু তাঁকে বলেছিলেন, এমন অনেককেই চাকরি করে দিয়েছেন তিনি, এ ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।
হালিশহর : ২০১৪-র প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ডাক পেয়েছিলেন ইন্টারভিউতেও। কিন্তু চাকরি হয়নি। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছিলেন হালিশহরের জয়দেব দে। এরপরই পরিচিত এক ব্যক্তি তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। নিশ্চিত চাকরির কথা বলে টাকা নিতে থাকেন। মাসের পর মাস কেটে যায়, লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলে না চাকরি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন জয়দেব। সেই অভিযোগের ভিত্তিতে দীপেন্দু সরকার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। দীপেন্দু নিজেকে তৃণমূল (TMC) কর্মী বলে পরিচয় দিতেন, এমনটাই জানিয়েছেন অভিযোগকারী। রাজ্য জুড়ে যখন নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে, তখন এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উত্তর ২৪ পরগনার হালিশহরের বিজনা অঞ্চলের বাসিন্দা জয়দেব দে জানিয়েছেন, প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেছেন, অথচ চাকরি পাননি, এ কথা জেনে তাঁকে সাহায্য করার কথা বলেছিলেন দীপেন্দু। জয়দেব দে জানিয়েছেন, ওই যুবক তাঁর পাড়ার জামাই। বেশ অনেকদিন ধরেই চিনতেন দীপেন্দুকে। তাই বিশ্বাস করে টাকা দিয়ে দেন। জয়দেবের দাবি, দীপেন্দু তাঁকে বলেছিলেন, এমন অনেককেই চাকরি করে দিয়েছেন তিনি, এ ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।
মোট ৫ বারে ৬ লক্ষ টাকা দীপেন্দুর হাতে তুলে দেন জয়দেব। তিনি আরও জানিয়েছেন, চাকরির আশায় জমি, তাঁর স্ত্রীর গয়না বিক্রি করে এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে ধার করে ৬ লক্ষ টাকা দেন দীপেন্দুকে। ১৫ দিন সময় চাওয়া হয়েছিল তাঁর কাছে। কিন্তু এক বছর কেটে গেলেও যখন চাকরির কোনও আশা দেখতে পাননি, তখনই পুলিশের দ্বারস্থ হন জয়দেব। জেঠিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বৃহস্পতিবার রাতে দীপেন্দুকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, দীপেন্দু নিজেকে তৃণমূলের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন, এমনকী তৃণমূলের একাধিক বড় নেতার সঙ্গে যোগাযোগ আছে বলেও দাবি করেছিলেন।
সবিস্তারে আসছে…