পরিবারের সবাই করোনা আক্রান্ত, মৃত বৃদ্ধ পড়ে রইলেন ঘরেই
করোনা (Corona) আক্রান্ত পরিবারে মৃত বৃদ্ধ পড়ে রইলেন ৬ ঘণ্টা। ঢিল ছোড়া দূরত্বে থানা। অথচ, প্রশাসনের সঙ্গে যোগোযোগ করেও মিলছে না সাহায্য!
উত্তর ২৪ পরগনা: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) ত্রস্ত সারা বাংলা। একদিকে লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় এক করোনা আক্রান্ত পরিবারে মৃত বৃদ্ধ পড়ে রইলেন ৬ ঘণ্টা। ঢিল ছোড়া দূরত্বে থানা। অথচ, প্রশাসনের সঙ্গে যোগোযোগ করেও মিলছে না সাহায্য!
জানা গিয়েছে, শুক্রবার দত্তপুকুর শিবালয় এলাকায় এক বৃদ্ধর মৃত্যু হয়। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হন। অন্যদিকে পরিবারের বাকি সদস্যরাও করোনা আক্রান্ত হওয়ায় মৃতের সৎকারের ব্যবস্থা করতে পারেননি। তাই যোগাযোগ করেন প্রশাসনের সঙ্গে। কিন্তু করোনা আতঙ্কে ৬ ঘন্টার বেশি সময় ধরে সেই মৃতদেহ উদ্ধারে পাওয়া যায়নি কাউকেই। অভিযোগ পরিবারের।
দত্তপুকুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই পরিবারের বাস। তাও প্রশাসনের কোনও দেখা নেই। বাড়িতে পড়ে রয়েছে মৃতদেহ। এদিকে বৃদ্ধের ছেলেও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন। প্রশাসনের সঙ্গে তিনি বারবার যোগাযোগ করেও কারও দেখা পাননি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন।
আরও পড়ুন: করোনোয় প্রয়াত বিদায়ী বিধায়ক নির্মলচন্দ্র মণ্ডল, প্রশাসনিক সাহায্য না মেলার অভিযোগ
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে কার্যত হিমশিম দশা। একদিকে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে অক্সিজেনের হাহাকার, মিলছে না বেড। শ্মশানে মৃতদেহের সারি। এই ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়াচ্ছে আমজনতার। তার মধ্যে দত্তপুকুর শিবালয় এলাকার ঘটনাও বিচ্ছিন্ন নয়।