Panihati Councillor Murder: হুমকি দিচ্ছে বাপির লোকজন, নিরাপত্তা পেলেন মৃত কাউন্সিলরের স্ত্রী
Panihati Councillor Murder: ধৃত ব্যক্তির লোকজন অনুপম ঘনিষ্ঠদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। তার জেরেই বাড়ানো হল নিরাপত্তা।
পানিহাটি: কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনার পর থেকে কাউন্সিলর ঘনিষ্ঠদের বাড়িতে হুমকির অভিযোগ উঠেছে ধৃত বাপি পণ্ডিতের লোকজনদের বিরুদ্ধে। এবার তাই কাউন্সিলরের স্ত্রীকে দেওয়া হল নিরাপত্তা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। সোমবার অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে তন্ময় সিংহ রায় নামে এক পুলিশ কর্মীকে সোমবার থেকে মোতায়েন করা হয়েছে।
অনুপম দত্ত খুনের তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সোমবার বিকেলে আগরপাড়া মাতঙ্গিনী পল্লী অঞ্চলে যায়। ধৃত বাপি পণ্ডিত থাকতেন মাতঙ্গিনী পল্লী এলাকাতেই।
সুকান্ত স্মৃতি সঙ্ঘ সংলগ্ন মাঠের নাম বহুবার আলোচিত হয়েছে কাউন্সিলর খুনের ঘটনায়। সেই ক্লাবের বর্তমান সম্পাদক মৃত্যুঞ্জয় রায় অনুপম দত্ত খুনের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করছিলেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সেই কাজ করছিলেন তিনি। তাঁর অভিযোগ বাপি পণ্ডিতের ভাই প্রসেনজিৎ হুমকি দেন তাঁকে। পাশাপাশি তিনি জানিয়েছেন বাপি পণ্ডিতের সঙ্গে অনুপম দত্তের কোনও সংঘাত ছিল না। তবে দুজনের মধ্যে মানসিক দূরত্ব ছিল অনেকটাই।
গত শনিবার রাতে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। খুনের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যায়, বাইকের পিছনে বসে ছিলেন অনুপম আর তার ঠিক পিছনেই নীল রঙের শার্ট পরে এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। সামনের দোকানের দোকানিও তখন বাইরে দাঁড়িয়েই কথা বলছিলেন। আচমকাই সেই ব্যক্তি পকেট থেকে বন্দুক বের করে নির্বিকারে কাউন্সিলরের মাথার পিছনে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চেপে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপম দত্তের।
আরও পড়ুন: Panihati Case: স্ত্রীকে সবসময় সন্দেহ, তা বলে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে ভাবতেও পারছেন না পড়শিরা