Arjun Singh Son: ‘বাবা শুনলো না…’ তৃণমূলের সঙ্গে অর্জুনের ঠিক কোন ‘ডিল’ ছিল, যা না হওয়াতেই ‘মনগরম’, ফাঁসই করে ফেললেন ছেলে

Arjun Singh Son: অর্জুনের অফিস-ঘর থেকে সরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টার, ব্যানার। অর্জুন নিজেই এখন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছেন না, তার মধ্যেই বাবার সম্পর্কে বিস্ফোরক ছেলে পবন সিং।

Arjun Singh Son: 'বাবা শুনলো না...' তৃণমূলের সঙ্গে অর্জুনের ঠিক কোন  'ডিল' ছিল, যা না হওয়াতেই 'মনগরম', ফাঁসই করে ফেললেন ছেলে
অর্জুনের সঙ্গে তৃণমূলের কী ডিল? Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 2:24 PM

বারাকপুর: লোকসভা নির্বাচনে প্রার্থী টিকিট পাননি অর্জন সিং। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই বেসুরো অর্জুন। তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা, তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। অর্জুনের অফিস-ঘর থেকে সরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টার, ব্যানার। অর্জুন নিজেই এখন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছেন না, তার মধ্যেই বাবার সম্পর্কে বিস্ফোরক ছেলে পবন সিং।

অর্জুন পুত্র বললেন, “বাবার দল বাবাকে পাওয়ার লেস করার জন্য তৃণমূল দলে নিয়েছে। আমি বাবাকে বারবার না করেছিলাম। কিন্তু বাবা শুনলো না! আমাকেও বাবা বলেছিল পদ দেবে। কিন্তু আমি রাজি হইনি।”

পবন আরও বলেন, ” বাবাকে মঞ্চে ডেকে অপমান করেছে। শুধু বাবাকে নয়। বারাকপুরের জনতাকে অপমান করেছে তৃণমূল দল। বাবা যদি ফিরে আসে, তাহলে খুশি হব।” তবে এই কথা স্বীকার করেছেন অর্জুন নিজেও। তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূলে আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে।”

অর্জুন সিং বারাকপুরের হেভিওয়েট নেতা। কিন্তু এই প্রথম নয়। ২০১৯ সালেও লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। সেবার বিজেপির টিকিটে তিনি জয়ী হন। বারাকপুরের সাংসদ হন অর্জুন। কিন্তু ২০২১ সালের নির্বাচনে সময়ে আবারও অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি হয়। কিন্তু তাঁকে আর মেনে নিতে পারেননি তৃণমূলেরই একাংশ। বারাকপুরের ভূমিপুত্র সোমনাথ শ্যাম  ও সুবোধ অধিকারীরা লাগাতর আক্রমণ শানিয়েছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের বাদ্যি বাজার পরও একটা সময়ে অর্জুন সিংকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়। তখন আবার জল্পনা ছড়ায় তবে কি টিকিট পাচ্ছেন অর্জুন সিং? কিন্তু সেটা যে সত্যি নয়, তার প্রমাণ মেলে জনগর্জন সভায়। আর তারপরই অর্জুনের ভোলবদল!