Arjun Singh Son: ‘বাবা শুনলো না…’ তৃণমূলের সঙ্গে অর্জুনের ঠিক কোন ‘ডিল’ ছিল, যা না হওয়াতেই ‘মনগরম’, ফাঁসই করে ফেললেন ছেলে
Arjun Singh Son: অর্জুনের অফিস-ঘর থেকে সরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টার, ব্যানার। অর্জুন নিজেই এখন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছেন না, তার মধ্যেই বাবার সম্পর্কে বিস্ফোরক ছেলে পবন সিং।
বারাকপুর: লোকসভা নির্বাচনে প্রার্থী টিকিট পাননি অর্জন সিং। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই বেসুরো অর্জুন। তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা, তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। অর্জুনের অফিস-ঘর থেকে সরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টার, ব্যানার। অর্জুন নিজেই এখন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছেন না, তার মধ্যেই বাবার সম্পর্কে বিস্ফোরক ছেলে পবন সিং।
অর্জুন পুত্র বললেন, “বাবার দল বাবাকে পাওয়ার লেস করার জন্য তৃণমূল দলে নিয়েছে। আমি বাবাকে বারবার না করেছিলাম। কিন্তু বাবা শুনলো না! আমাকেও বাবা বলেছিল পদ দেবে। কিন্তু আমি রাজি হইনি।”
পবন আরও বলেন, ” বাবাকে মঞ্চে ডেকে অপমান করেছে। শুধু বাবাকে নয়। বারাকপুরের জনতাকে অপমান করেছে তৃণমূল দল। বাবা যদি ফিরে আসে, তাহলে খুশি হব।” তবে এই কথা স্বীকার করেছেন অর্জুন নিজেও। তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূলে আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে।”