AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asha worker Protest: অতিরিক্ত কাজ করিয়েও দেওয়া হচ্ছে না প্রাপ্য বেতন! বিক্ষোভে সামিল আশাকর্মীরা

Basirhat: বসিরহাট মহকুমার প্রায় তিন হাজার পাঁচশ আশা কর্মী বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

Asha worker Protest: অতিরিক্ত কাজ করিয়েও দেওয়া হচ্ছে না প্রাপ্য বেতন! বিক্ষোভে সামিল আশাকর্মীরা
আশাকর্মীদের বিক্ষোভ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 1:45 PM
Share

বসিরহাট: আশা কর্মীদের বিক্ষোভ আজকে নতুন নয়। প্রাপ্য মজুরির দাবিতে বারেবারে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। কখনও সফল হয়েছে কখনও বা হয়নি তাঁদের আন্দোলন।

আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বসিরহাট মহকুমার প্রায় তিন হাজার পাঁচশ আশা কর্মী বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বসিরহাট ইটিন্ডা রোডের বোটঘাট সংলগ্ন বসিরহাট ইছামতি ব্রিজের উপর এই কর্মসূচি হয়। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। ব্রিজের উপর চলতে থাকে বিক্ষোভ। সঙ্গে চলে অবরোধ।

এক আশাকর্মী বলেন, “আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নে বসিরহাট সাবডিভিসনে কর্মীরা আজকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় এই রাস্তা অবরোধ করতে বা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। বাঙলার মানুষরা জানে সুষ্ঠ স্বাস্থ ব্যবস্থা আশাকর্মীরাই দিয়ে থাকে। মা-শিশুর পরিষেবা দেওয়া মূল কাজ হলেও আরও একাধিক অতিরিক্ত কাজ এখন আশাকর্মীদের করতে হয়। এদিকে, ৯ মাস পর্যন্ত বাকি পড়ে রয়েছে তাঁদের ইনসেনটিভ। এই বসিরহাট সাবডিভিসন উত্তর ২৪ পরগনার সমস্ত আশাকর্মীদের বেতন সাত-আট-নয় মাস করে বাকি। তারসঙ্গে সুচতুর ভাবে আশাকর্মীদের বেতনকে আটভাগে ভাগ করে তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অথচ তারজন্য আগাম কোনও নোটিশ বা অর্ডার দেওয়া হয়নি। ”

এদিকে, আশাকর্মীদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় এই বিক্ষোভ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে জেলার আরামবাগে বিক্ষোভে সামিল হন আশা কর্মীরা। স্বাস্থ্যকর্মীদের প্রাপ্য মর্যাদা, প্রাপ্য ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবিতে আরামবাগ হাসপাতাল মোড়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করে তারা। আরামবাগ মহকুমা ৬ টি ব্লকের কয়েক হাজার আশাকর্মী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

পরে পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে দেয়। পরবর্তীতে আসা কর্মীরা আরামবাগ মহুকুমা হাসপাতাল সুপারকে স্মারকলিপি দেয়। আশা কর্মীদের অভিযোগ – তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত আছেন। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তাদের ২৪ ঘন্টা ডিউটি করালেও প্রাপ্য সম্মান পাচ্ছেন না। ঘণ্টাখানেক পথ অবরোধ চলার পর আরামবাগ থানার পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে দেয়।