Bagda Bye Poll: কেন্দ্রীয় মন্ত্রী দাদাকে কি হারতে হবে বোনের কাছে? বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূলের মধুপর্ণাই
Bagdah Bye Poll: মধুপর্ণা সম্পর্কে শান্তনুর তুতো বোন। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি। প্রথমবার ভোটে লড়ে জয় যদি ছিনিয়ে আনতে পারেন মধুপর্ণা, তাহলে নিঃসন্দেহে বিজেপির কাছে তা ধাক্কা। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, "এখনও তো গণনা সম্পূর্ণ হয়নি। আমাদের আস্থা আছে। বাগদার মতো জায়গায় সে সাধারণ নির্বাচন হোক বা উপনির্বাচন, আমাদের জয় অবসম্ভাবী। জিতব আমরা।"
উত্তর ২৪ পরগনা: আজ শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। এরমধ্যে রয়েছে বনগাঁ লোকসভার বাগদা বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্রে তৃণমূলের চমক ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। জিতলে মধুপর্ণাই হবেন বিধানসভার কনিষ্ঠতম সদস্য। বিধানসভার ইতিহাসেও রেকর্ড হবে তাঁর। মধুপর্ণার বয়স ২৫ বছর। সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক হয়েছিলেন ২৬ বছর বয়সে। উপভোটের গণনার শুরুতে যে ট্রেন্ড তাতে এগিয়ে তিনি। তবে পঞ্চম রাউন্ড গণনা হয়েছে। এরইমধ্যে মধুপর্ণা ১২ হাজার ৪৪৪ ভোটে এগিয়ে গিয়েছেন। পিছিয়ে বিজেপি প্রার্থী বিনায়কুমার বিশ্বাস। যদিও ঠাকুরনগরের ঠাকুর পরিবারের আরেক সদস্য বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর টিভিনাইন বাংলাকে জানান, বিজেপিই জিতছে বাগদা উপনির্বাচনে।
বাগদা বিধানসভা মূলত মতুয়াগড়। অনেকে বলছেন, এ উপনির্বাচন আসলে দাদা বনাম বোনের লড়াই। গত লোকসভা ভোটে বনগাঁয় শান্তনু ঠাকুর ভাল ভোটে জিতেছেন। সেই জয়ের পর এই উপনির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মধুপর্ণা সম্পর্কে শান্তনুর তুতো বোন। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি। প্রথমবার ভোটে লড়ে জয় যদি ছিনিয়ে আনতে পারেন মধুপর্ণা, তাহলে নিঃসন্দেহে বিজেপির কাছে তা ধাক্কা। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, “এখনও তো গণনা সম্পূর্ণ হয়নি। আমাদের আস্থা আছে। বাগদার মতো জায়গায় সে সাধারণ নির্বাচন হোক বা উপনির্বাচন, আমাদের জয় অবসম্ভাবী। জিতব আমরা।”
তবে মধুপর্ণা ঠাকুরের মা মমতাবালা ঠাকুর বলেন, “আমরা অনেক ভোটে এগিয়ে আছি। ওনারা চেয়েছিলেন মতুয়া মুখ প্রার্থী হোক। নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সম্মান দিয়ে প্রার্থী করেছেন। তাই মানুষও ঢেলে ভোট দিয়েছেন।”