Baranagar Body: মধ্যরাতে বরানগরের অনন্যা সিনেমা হলের সামনে হঠাৎ বিকট শব্দ, বেরোতেই বৃদ্ধাকে নিয়ে আশঙ্কা সত্যি হল স্থানীয়দের
Baranagar Body: স্থানীয় বাসিন্দারা বারণ করেছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে যাননি কখনও। সেই বাড়ির অংশ ভেঙে পড়েই মৃত্যু হল এক মহিলার।
উত্তর ২৪ পরগনা: বেশ কয়েক বছর ধরেই বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বসবাসের জন্য একেবারেই বিপজ্জনক হয়ে উঠেছিল। বাড়ির বারান্দার অংশের বেশ কিছু অংশ ঝুলছিলও। কিন্তু তারই মধ্যে থাকতেন এক মহিলা। স্থানীয় বাসিন্দারা বারণ করেছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে যাননি কখনও। সেই বাড়ির অংশ ভেঙে পড়েই মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে অনন্যা সিনেমা হলের উল্টো দিকের টি এন চ্যাটার্জি স্ট্রিট এলাকায়। বাড়ির ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুচিত্রা মাইতি (৫৫)।
মঙ্গলবার রাতে হঠাৎই বিকট শব্দ কেঁপে ওঠে বরানগর পৌরসভার ১৬নং ওয়ার্ডের টিএন চ্যাটার্জী স্ট্রিট । রাস্তায় বেরিয়ে আসেন এলাকাবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা বাইরে বেরিয়ে দেখেন ৩৪ নম্বর টি এন চ্যাটার্জী স্ট্রিটের বাড়িটির একটি অংশ পুরোপুরি ভেঙে পড়েছে । বাড়িতে সেই সময় ছিলেন সুমিত্রা মাইতি একাই ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বরাহনগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।
ভেঙে পড়েছে দেওয়াল। মাথার ওপর ছাদ নেই। যত্রতত্র ছড়িয়ে জিনিসপত্র। প্রথমে খোঁজই মিলছিল না সুমিত্রা মাইতির। পরে মহিলার দেহ উদ্ধার হয়। স্থানীয়দের কথায়, সিলিন্ডার বিস্ফোরণেই ভেঙেছে বাড়ির একাংশ। কী কারণে বিস্ফোরণ, খতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ।
বিকট শব্দটা কীসের, কীসের ধেন্দে পুলিশ। গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ না হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার শব্দ, তার তদন্তে বরানগর থানার পুলিশ। তবে গ্যাস সিলেন্ডার ফাটার তত্ত্ব মানতে নারাজ কাউন্সিলর অঞ্জন পাল।