Sodepur: বিয়ের কথা বলে নিয়ে এসেছিল ‘দাদা’, শিলিগুড়ির পাচার হওয়া নাবালিকা উদ্ধার সোদপুরে
Sodepur : স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল নাবালিকা। তাঁর মুখেই তাঁরা শোনেন পাচারের কথা। পাচারকারীর খোঁজে স্থানীয় বাসিন্দারাই এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন।
সোদপুর: শিলিগুড়ির (Siliguri) পাচার হওয়া নাবালিকা উদ্ধার হল সোদপুরে (Sodepur)। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, শিলিগুড়ির বিধাননগর এলাকার এক নাবালিকাকে পাচার করে এক দুষ্কৃতী নিয়ে এসেছিল সোদপুরে। এদিন সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় নাবালিকাকে ছেড়ে রেখে পালিয়ে যায় পাচারকারী। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তারা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নাবালিকার দাবি, সে এক দাদার সঙ্গে ঘর ছেড়েছিল। তাঁকে বিয়ে করতেও চেয়েছিল ওই ‘দাদা’।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল নাবালিকা। তাঁর মুখেই তাঁরা শোনেন পাচারের কথা। পাচারকারীর খোঁজে স্থানীয় বাসিন্দারাই এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন। তবে খোঁজ মেলেনি কোনও পাচারকারীর। এরপরই তাঁরা খড়দহ থানার পুলিশকে খবর দেন। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি জানায়, দুজন ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে শিলিগুড়ির বিধাননগর এলাকা থেকে এখানে নিয়ে আসে। ইতিমধ্যেই নাবালিকাকে মেয়েটিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে একটা মেয়েকে আমরা প্রথমে ঘোরাঘুরি করতে দেখি। বয়স ১৩-১৪ বছর হবে। ভয়ে জড়োসড়ো হয়েছিল। কোথা থেকে এসেছে জিজ্ঞাস করাতে প্রথমে কিছু বলতে চায়নি। তারপর জানায় আমাকে নিয়ে এসেছে আমার দাদা। অনেকবার জিজ্ঞাস করার পর ও বলে শিলিগুড়ি থেকে ওকে নিয়ে এসেছে। ওকে বিয়ে করবেও নাকি বলছিল। বিয়ে করতে অস্বীকার করায় ছেড়ে দিয়ে চলে গিয়েছে।”